অম্বুবাচীতে করবেন না বেশ কিছু কাজ, না হলে পড়বেন বিপদে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দু ধর্মের একটি অতি প্রাচীন পার্বণ অম্বুবাচী। লোকবিশ্বাস মতে, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। সেই সময়য়েই পালন করা হয়ে থাকে অম্বুবাচী। এই সময় বেশ কিছু কাজ করা মানা থাকে। আর তা না মেনে চললে আপনার জীবনে কষ্ট আসতে পারে বলে মনে করা হয়।

আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির

শাস্ত্রমতে অম্বুবাচীর এই ৩ দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভকাজ, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত।

অম্বুবাচীর তিন দিনের ব্রত চলাকালীন কোনও গরম খাবার খাওয়া চলবে না। ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করেছিলেন, তাই তিনদিন ধরে অল্প অল্প করে খেতে হবে।

 

niladri-misra

 

এই সময়ে কোনও বিশেষ পুজো করা বারণ। যদি কোনও বছর এই সময়য়েই জগন্নাথদেবের রথযাত্রা পড়ে, তবে তা করা যেতে পারে। সমস্ত দেবীর মূর্তি, ছবি বা পট লাল কাপড়ে দিয়ে ঢেকে রাখার কথা বলা হয়। এই ৩ দিন ভুলেও মূর্তি বা পট স্পর্শ করা যাবে না। পুজোর সময় কোনও মন্ত্র পাঠও করবেন না। ভগবানকে কেবল ধূপ ও প্রদীপ দেখান।

আরো পড়ুন :- কর্কট রাশিতে গোচর করবে শুক্র ! সমস্যা বাড়বে ৩টি রাশির

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন