অম্বুবাচী যোগে কিছু বিষয় মেনে চলতেই হবে ! নাহলে ক্ষতি হবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- গতকাল ২২ জুন মঙ্গলবার দুপুর ২.০৭ মিনিট থেকে অম্বুবাচী যোগ শুরু হয়ে গিয়েছে। টানা ৩ দিন ধরে চলবে এই বিশেষ যোগ। অম্বুবাচী তিথি শেষ হচ্ছে ২৫ জুন অর্থাৎ ১০ই আষাঢ়। সেই দিন রাত ২:৩০ মিনিটে ছাড়ছে অম্বুবাচী যোগ। হিন্দু ধর্মের একটি অতি প্রাচীন পার্বণ এই অম্বুবাচী। হিন্দু শাস্ত্র মতে, আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। আর সেই সময়তেই পালন করা হয়ে থাকে অম্বুবাচী।

বেশ কিছু কাজ করা মানা থাকে। যা না মেনে চললে আপনার জীবনে কষ্ট আসতে পারে বলে মনে করেন অনেকে। দেখুন সেগুলি কি কি ——-

১. শাস্ত্র মতে অম্বুবাচীর ৩ দিন সব ধরনের মাঙ্গলিক এবং শুভ কাজ, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, গৃহ তৈরি ইত্যাদি না করা উচিত।

২. অম্বুবাচীরর তিন দিনের ব্রত চলাকালীন গরম খাবার খাওয়া চলবে না। ব্রত শুরু হওয়ার আগে যে রান্না করেছিলেন, তাই তিনদিন ধরে অল্প অল্প করে খেতে হবে।

৩. কোনও বিশেষ পুজো করা বারণ। যদি কোনও বছর যদি এই সময়তেই জগন্নাথদেবের রথযাত্রা পড়ে, তবে তা করা যেতে পারে। কারণ, মনে করা হয় নিত্যকর্ম হবে, কাম্য কর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম।

৪. ঠিক যেমন রোজ ঠাকুরকে পূজা দেওয়া হয় বাড়িতে। সঙ্গে যাঁরা শাক্ত মন্ত্রে দীক্ষিত, তাঁরা জপ করতে পারেন।

৫. সমস্ত দেবীর মূর্তি, ছবি বা পট লাল কাপড়ে দিয়ে ঢেকে রাখার কথা বলা হয়। এই ৩ দিন ভুলেও মূর্তি বা পট স্পর্শ করা যাবে না। পুজোর সময় কোনও মন্ত্র পাঠও করবেন না। কেবল ধূপ ও প্রদীপ দেখান।

এই সকল বিষয় গুলি মেনে চলুন অন্যথায় ক্ষতি হতে পারে।

” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন