‘অযথা গালাগালি দেবেন না’, হঠাৎ কী হল শ্রীময়ীর? দেখুন VIDEO

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁদের প্রেম থেকে বিয়ে সবটাই ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। কিছুদিন আগেই মা-বাবা হয়েছেন শ্রীময়ী ও কাঞ্চন। একরত্তি কৃষভিকে নিয়ে তাঁদের দিনযাপন এখন। তবে সন্তান হওয়ার পর তারকা দম্পতির প্রেম একচুলও কমেনি। বরং আগের চেয়ে বেশি স্ত্রী শ্রীময়ীর প্রতি ভালোবাসা বেড়েছে তৃণমূলের বিধায়ক কাঞ্চনের। তারই এক টুকরো নজির শ্রীময়ী পোস্ট করলেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।

শ্রীময়ীর পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে অভিনেত্রী নেইল আর্ট করাতে এসেছেন। আর সেখানেই শ্রীময়ীকে ব্রাউনি খাওয়াতে দেখা গেল কাঞ্চনকে। ভিডিওতে শ্রীময়ীকে বলতে শোনা গিয়েছে, আমি নেইল এক্সটেনশন করছি বলে খাইয়ে দিচ্ছে ব্রাউনি। খুব ক্ষিদে পেয়ে গেছে। তাই জন্য ভালোবেসে খাইয়ে দিচ্ছে। এই ভালোবাসাটা দেখানোর জন্য আপনাদের সাক্ষী রাখলাম। অযথা গালাগালি দেবেন না। শ্রীময়ীর এই কথাতে নীরব সম্মতি জানিয়েছেন কাঞ্চনও। প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ীর দাম্পত্য জীবন নিয়ে ট্রোলিং হতেই থাকে। যদিও এইসব নিয়ে খুব একটা ভাবিত নন তাঁরা। একেবারে নিজেদের মতো করেই থাকতে ভালোবাসেন এই দম্পতি।

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

নভেম্বরে শ্রীময়ীর কোলে এসেছে একরত্তি। কিছুমাস অভিনয় থেকে দূরেই ছিলেন শ্রীময়ী। তবে এবার কামব্যাক করবেন ছোট ও বড় দুই পর্দাতেই। সিরিয়ালে যেমন অবিনয় করবেন তেমনি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের রক্তবীজ ২-তেও দেখা যাবে শ্রীময়ীকে। কাঞ্চন আর শ্রীময়ী এখানে একে-অপরের বিপরীতে নেই। এর আগে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে দু’জনে একসঙ্গে কাজ করেছিলেন। তারপর অনেকটাই বিরতি ছিল। যদিও কাঞ্চন ও শ্রীময়ীর প্রেমপর্ব বেশ পুরনো। গত বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে সারার পর মার্চে সামাজিকভাবে বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী।

সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী বেশ সক্রিয়। নিজের ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলিকে ভাগ করে থাকেন সোশ্যাল মিডিয়া পেজে। তবে কৃষভির মুখ এখনও সকলের সামনে নিয়ে আসেননি। সেখানে শ্রীময়ী ও কাঞ্চন দুজনেই গোপনীয়তা বজায় রেখেছেন। সম্প্রতি এক ইভেন্টে মমতা শঙ্করের সঙ্গে ছবি দেওয়ার ট্রোলের মুখে পড়তে হয়েছিল শ্রীময়ীকে। তবে অভিনেত্রী ভিডিও বার্তায় এসে ট্রোলারদের ধুয়ে দেন।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন