‘অযথা হেনস্তা করা ঠিক নয়’, কন্যাশ্রী দিবসে বাংলা ভাষার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলা ভাষার পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত  কন্যাশ্রী প্রকল্পের ১২ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলা এবং বাংলা ভাষার মাহাত্ম্য কী, তা ব্যাখ্যা করেন। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র – বাঙালির অবদান উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উঠে আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম।

আরও পড়ুন : সব জল্পনার অবসান ! বাংলায় হচ্ছে SIR

সম্প্রতি ওডিশা, দিল্লি, হরিয়ানায় বাঙালি হেনস্তার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই সেই প্রসঙ্গ উঠে আসে তাঁর কথায়। মমতা এদিন বলেন, ‘যাঁরা দেশের নাগরিক নন, ফরেনার্স- তাঁদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নিক, আমার বলার নেই। কিন্তু অযথা হেনস্তা করা ঠিক নয়।’ মমতার প্রশ্ন, ‘আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা আমার ভাষাকে সম্মান করবে না কেন?’ ছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব ভাষাই শিখতে হবে। তা জীবন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু বাংলা ভাষা, নিজের মাতৃভাষাকে ভুললে চলবে না।’

আরও পড়ুন : আধার কার্ড নাগরিকত্ব প্রমানের ডকুমেন্টস নয় – জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন