Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমরা সকলেই চাই অর্থ লাভ করতে। কিন্তু বিভিন্ন কারণে আমাদের মনের ইচ্ছে মতোন অর্থ লাভ হয় না। তা ব্যবসা হোক চাকরি। কোনো তা তেই মনের ইচ্ছে মতন অর্থ লাভ হয় না। তবে রবিবার এই টোটকাগুলি মেনে চললে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকে জাতক-জাতিকাদের ৷ তবে দেখে নিন টোটকা —–
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
১) প্রতি রবিবার সকালে স্নান সেরে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন। এতে সূর্য দেব প্রসন্ন হন। ফলে জাতক-জাতিকাদের ঘরে সুখ ও শান্তি বিরাজ করে ৷
২) রবিবার জলে লাল চন্দন, লাল ফুল ( জবা/লাল গোলাপ ), জাফরান এবং এলাচ মিশিয়ে সেইজল দিয়ে স্নান করলে জীবনের সমস্ত কষ্ট দূর হবে।
৩) রবিবার সকালে কোনও কাজে বেরনোর আগে লাল চন্দনের তিলক লাগিয়ে বেরোন, এতে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে।
৪) রবিবার পিঁপড়েকে চিনি খাওয়ালে মা লক্ষ্মী প্রসন্ন হন। এতে ধনলাভ বা আর্থিক উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায় ৷
৫) রবিবার দরিদ্রদের তামার পাত্র বা গম দান করুন। এতে জীবনের নানা জটিলতা দূর হবে। জীবনে আসবে সুখ শান্তি।
৬) সূর্যাস্তের পর অশত্থ গাছের তলায় প্রদীপ জ্বালালেও দেবী লক্ষ্মী প্রসন্ন হন। ফলে বাড়িতে নার্সারি থেকে আনা অশত্থ গাছ লাগিয়ে তার তলায় প্রদীপ জ্বালাতে পারেন।
৭) প্রতি রবিবার সন্ধ্যের পর চতুর্মূখী প্রদীপ জ্বালালে আর্থিক সঙ্কট দূর হয়।
প্রতিটি নিয়ম পালন করতে না পারলেও কয়েকটি নিয়ম পান করার চেষ্টা করুন।
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)