Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- অর্থ সঞ্চয় করার কিছু টিপস ! আপনার ও পরিবারের ভবিষ্যৎ ভালো করার জন্য অর্থ সঞ্চয় করা খুবই জরুরি। ভবিষ্যতে কোন কারণে অর্থের সমস্যা হলে সেটা দূর করতে সঞ্চয় কাজে লাগে। কিন্তু বর্তমানে হাতে টাকা এলে তা খরচ করে ফেলা আমাদের সকলের অভ্যাস। তাহলে জানতে হবে সঞ্চয়ের পদ্ধতি।
দেখুন এক নজরে ——
১. বর্তমানে নানা জিনিস কিনতে কার্ড ব্যবহারের ফলে আমাদের কাছে টাকা খুব সহজ হয়ে যায়। কিন্ত কত টাকা খরচ করা হচ্ছে, তার কোন হিসেব থাকে না। তাই টাকা সঞ্চয় করার ইচ্ছে যদি থাকে আপনি কার্ড ব্যবহার কমিয়ে দিন।
২. বাড়িতে অপ্রয়োজনীয়ভাবে ইলেকট্রিক খরচ করবেন না অর্থাৎ পাখা, আলো বা ইলেকট্রনিক্স ডিভাইস বা নানা মেশিন শুধু শুধুই সারাদিন চলতে থাকে, যার প্রয়োজন নেই। তাই যেই টুকু প্রয়োজন, সেই টুকু ইলেকট্রিকের ব্যবহার করুন। দেখবেন খরচ অনেক কমে গিয়েছে।
৩. বর্তমানে ডিজিটাল যুগে যদি আপনি অনলাইনে খবর পড়েন তাহলে বাড়িতে খবরের কাগজ নেওয়া বন্ধ করুন। তেমনই যদি নিয়মিত জিম বা ক্লাবে না যান, তাহলে সেখানকার মেম্বারশিপ বাতিল করে দিন। বার্ষিক অনেক টাকা বেঁচে যাবে।
আরো পড়ুন :- রোজ প্রাণ খুলে হাসুন ! বাঁচুন নানা রোগ থেকে
৪. যদি আপনি ফোনে ইন্টারনেট রিচার্জ করে থাকেন তাহলে তাহলে বাড়ির ইন্টারনেট কানেকশনের আলাদা দরকার নেই। আর খুব দরকার না হলে অল্প টাকার ইন্টারনেট প্যাক ব্যবহার করুন।
৫. প্রতিদিন বাইরের বা হোটেলের খাবার না খাওয়াই ভালো। এতে শরীরও সু্স্থ থাকে আর খরচও বাঁচে।
আর প্রতি মাসে ব্যাঙ্ক বা পোস্ট অফিস কিংবা LIC-তে টাকা সঞ্চয় করুন।
Highlights
1. অর্থ সঞ্চয় করার কিছু টিপস !
2. প্রতি মাসে ব্যাঙ্ক বা পোস্ট অফিস কিংবা LIC-তে টাকা সঞ্চয় করুন
#LIC #BANK