অষ্টম শ্রেণি পাশেই চাকরি ! লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ — বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : আপনি যদি অষ্টম শ্রেণি পাশ করে থাকেন ও অষ্টম শ্রেণী পাশে চাকরি খুঁজছেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে, এমন নিয়োগের কথা জানাবো যেখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।

আরও পড়ুন : Credit Card ব্যবহার করেন? এই ভুলগুলো করলেই বাড়বে সমস্যা। জেনে রাখুন

পদের নামঃ– কুক (Cook)।

শিক্ষাগত যোগ্যতাঃ– কুক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ।

বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে, সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 01/01/2025 তারিখের নিরিখে।

বেতনঃ– কুক পদে কর্মরত কর্মীদের মাসিক বেতন থাকবে 7 হাজার টাকা।

পদের নামঃ– হেল্পার (Helper)।

শিক্ষাগত যোগ্যতাঃ– হেল্পার পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণি পাশ।

বেতনঃ– এই পদে মাসিক বেতন রয়েছে প্রতি মাসে 5 হাজার টাকা করে।

বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 01/01/2025 তারিখের নিরিখে।

পদের নামঃ সুপারিনটেনডেন্ট (Superintendent)

শিক্ষাগত যোগ্যতাঃ– সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, কমপক্ষে স্নাতক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।

বয়সঃ– সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে 21 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 01/01/2025 তারিখের নিরিখে।

বেতনঃ– সুপারিনটেনডেন্ট পদে মাসিক বেতন রয়েছে 10 হাজার টাকা করে।

প্রার্থী বাছাইঃ– কুক ও হেল্পার পদে নিয়োগ করা হবে 25 নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে। আর অপরদিকে সুপারিনটেনডেন্ট পদে 100 নম্বরের একটি মাল্টিপল চয়েস লিখিত পরীক্ষা হবে। যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর প্রশ্ন থাকবে। যারা লিখিত পরীক্ষায় পাশ করবে, তাদের 25 নম্বরের একটি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। উপরে উল্লেখিত তিনটি পদেই সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীদের আবেদন পত্রের সাথে উপযুক্ত ডকুমেন্টস একসঙ্গে করে নির্দিষ্ট ঠিকানায় জমা কিংবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– Office of the Block Development Officer, Gopiballavpur-I Dev. Block Vill+PO- Chhatinasole, PS- Gopiballavpur Dist.- Jhargram, PIN 721506।

আবেদনের শেষ তারিখঃ-. উক্ত পদগুলিতে আবেদন চলবে 31/07/2025 তারিখ পর্যন্ত। যেসকল প্রার্থী নির্বাচিত হবে, তাদের উল্লেখিত মোবাইল নাম্বার কিংবা জিমেইলে পরীক্ষার সময়সূচি, Admit Card ইত্যাদি পাঠানো হবে, তাই সঠিকভাবে ফর্ম পূরণ করুন। আরও বিস্তারিত জানার জন্য Block Development officer, Gopiballavpur-I Dev. Block এ যোগাযোগ করুন।

আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন