Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি নতুন গেজেট প্রকাশ করেছে, যেখানে রাজ্যের সরকারী ও সরকার অনুমোদিত স্কুলে Group C (Librarian, Clerk) এবং Group D (Peon, Lab Attendant ইত্যাদি) পদে নিয়োগের নিয়মাবলি স্পষ্ট করা হয়েছে। বিশেষত, অষ্টম শ্রেণী পাশ প্রার্থীরাও Group D পদে আবেদন করতে পারবেন, যা বহু চাকরি প্রার্থীর জন্য বড় সুযোগ।
WBSSC কোন পদে নিয়োগ হবে?
এই নিয়োগ মূলত নন টিচিং স্টাফ পদে হবে। Librarian – স্কুল লাইব্রেরিতে বই ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য, Clerk (Group C) – অফিসের কেরানী পদ, ডাটা এন্ট্রি ও প্রশাসনিক কাজের জন্য, Group D – পিওন, ল্যাব অ্যাটেনডেন্ট/হেল্পার, চৌকিদার ইত্যাদি পদ।
WBSSC আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
Librarian – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ের গ্রাজুয়েশন, লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকলে অতিরিক্ত প্রফেশনাল মার্কস পাওয়া যাবে, বয়স 20 – 40 বছর সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে ছাড়। ক্লার্ক (Group C) এর জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ, বয়স 18 – 40 বছর নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য। Group D ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ, বয়স 18 – 40 বছর শ্রেণিভিত্তিক ছাড় প্রযোজ্য।
পরীক্ষা পদ্ধতি ও নির্বাচন প্রক্রিয়া
WBSSC গেজেটে স্পষ্ট করা হয়েছে, সব পদের জন্যই মূল নির্বাচন হবে OMR ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে। এর পরে অ্যাকাডেমিক নম্বর, অভিজ্ঞতার নম্বর এবং যেখানে প্রযোজ্য সেখানে ইন্টারভিউয়ের নম্বর যোগ করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।
মার্কস বিভাজন
- Librarian – লিখিত পরীক্ষা 75 নম্বর + অ্যাকাডেমিক নম্বর + অভিজ্ঞতা + ইন্টারভিউ।
- Clerk – লিখিত পরীক্ষা 60 নম্বর + অ্যাকাডেমিক নম্বর + অভিজ্ঞতা + ইন্টারভিউ।
- Group D – লিখিত পরীক্ষা 40 নম্বর + অ্যাকাডেমিক নম্বর + অভিজ্ঞতা + ইন্টারভিউ।
WBSSC Online Apply Process
আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে, WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্ম, পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রকাশিত হবে, অ্যাডমিট কার্ড অনলাইন থেকেই ডাউনলোড করতে হবে; ডাকযোগে পাঠানো হবে না। প্রয়োজনীয় নথিপত্র হিসাবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, জন্মতারিখ প্রমাণপত্র, জাতিগত প্রমাণ, পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি।
আবেদন করার সময়সীমা
গেজেটে আবেদনের নির্দিষ্ট শুরুর ও শেষ তারিখ উল্লেখ নেই। খুব শিগগিরই WBSSC-এর অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যেখানে আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, শূন্যপদের সংখ্যা, পরীক্ষার ফি ইত্যাদি দেওয়া থাকবে। তাই নিয়মিত ওয়েবসাইট চেক করা জরুরি।
আরও পড়ুন:- এই কার্ড থাকলে প্রতিমাসে 3000 টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আবেদনের নিয়ম জেনে নিন
আরও পড়ুন:- প্রাথমিক ৩২০০০ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আপডেট। চাকরির ভবিষ্যৎ নিয়ে কি সিদ্ধান্ত ? জানুন