Bangla News Dunia, Pallab : জল শক্তি বিভাগের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির দুর্দান্ত বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ওয়াচম্যান, ড্রাইভার, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরো বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?
নিয়োগকারী সংস্থা : Jal Shakti Vibhag, Himachal Pradesh
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 5 ধরনের পদে। সেগুলি হল –
- Research Assistant
- Assistant Engineer
- Lower Division Clerk
- Driver
- Watchmen পদে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আবেদন করতে হলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। তবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে হলে আবেদনকারী চাকরিপ্রার্থীকে গ্রাজুয়েশন পাস থাকতে হবে।
বয়সসীমা (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। কিন্তু যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন কাঠামো (Salary Structure) :
এখানে নিযুক্ত প্রার্থীদের কে প্রতি মাসে 19,000 টাকা থেকে 56,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
এখানে মোট শূন্যপদের সংখ্যা হল 3314টি।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরি প্রার্থীদেরকে এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে ফেলে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে । তারপর সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে আপলোড করে সমস্ত কিছু একবার ভেরিফাই করে সাবমিট করে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে। শুরু হয়নি তাই বিস্তারিত জানতে হলে পরবর্তী প্রতিবেদনের দিকে নজর রাখুন।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নিচেও লিখিত সমস্ত রকম ডকুমেন্টস্ থাকা বাধ্যতামূলক –
- আবেদনকারীর আধার কার্ড
- বয়সের প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতা থাকলে তার সার্টিফিকেট
- ড্রাইভারদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স এর সমস্ত বিবরণ
- কাস্ট সার্টিফিকেট
- আবেদনকারীর রঙিন পাসপোর্ট ছবি
- মোবাইল নম্বর ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা, স্কল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান