Bangla News Dunia, Pallab : রেশন কার্ড থাকলেই রেশন নয়! এবার থেকে লাগবে আয় প্রমাণ , ভারতের রেশনিং ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। নিয়মিত রেশন তুলছেন? বিনামূল্যে পাচ্ছেন চাল-গম ? এবার আয়কর দপ্তর খতিয়ে দেখবে, আপনি আদৌ এই সুবিধা পাওয়ার যোগ্য কি না। যদি দেখা যায়, আপনি সরকারি নির্ধারিত আয়ের চেয়ে বেশি উপার্জন করছেন, তাহলে হয়তো আর রেশন পাবেন না।
ইতিমধ্যেই এই বিষয়ে পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের বৃহৎ পরিকল্পনার অংশ বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
কেন নেওয়া হচ্ছে এই পদক্ষেপ?
করোনার পরবর্তী সময়ে দেশের দরিদ্র শ্রেণিকে সাহায্য করতে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ চালু করেছিল কেন্দ্র। এই প্রকল্পের আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বহু মানুষ বিনামূল্যে রেশন সুবিধা পাচ্ছেন।
তবে কেন্দ্রীয় সরকারের মতে, প্রকৃত দরিদ্রদের পাশাপাশি অনেক বিত্তবান ব্যক্তিও এই সুবিধা গ্রহণ করছেন, যা রেশন ব্যবস্থার স্বচ্ছতা নষ্ট করছে এবং সরকারের উপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে।
বর্তমানে, ‘অন্নপূর্ণা অন্ত্যোদয় যোজনা’-র আওতায় একটি পরিবার প্রতি মাসে ৩৫ কেজি খাদ্যশস্য (চাল-গম বা আটা) পায়। অন্যদিকে, সাধারণ রেশন কার্ডধারীরা মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য পান।
কেন্দ্রীয় সরকার মনে করছে, যাঁদের এই বিনামূল্যের রেশন সত্যিই প্রয়োজন নেই, তাঁদের চিহ্নিত করা জরুরি।
কীভাবে হবে যাচাই প্রক্রিয়া?
সরকার আয়কর ও রেশন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বুঝতে চাইছে, রেশন কার্ডধারীরা আসলেই এই সুবিধার যোগ্য কি না।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
এর জন্য কেন্দ্রীয় সরকারের ‘সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস’ (CBDT) আয়কর সংক্রান্ত তথ্য ক্রেতাসুরক্ষা মন্ত্রককে পাঠাবে। এরপর, খাদ্য ও গণবণ্টন বিভাগের সঙ্গে সমন্বয় করে যাচাই করা হবে—
1. আধার ও রেশন কার্ড সংযোগ: ইতিমধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত হয়েছে।
2. প্যান কার্ড লিঙ্ক: আধারের সঙ্গে প্যান সংযুক্ত থাকলে ব্যক্তির বার্ষিক আয় জানা সম্ভব হবে।
3. তথ্য বিনিময়: আয়কর বিভাগ ও গণবণ্টন দপ্তর নির্ধারণ করবে, কতজনের তথ্য তারা বিশ্লেষণ করবে।
4. সুরক্ষা ব্যবস্থা: যেহেতু এটি সংবেদনশীল তথ্য, তাই তা কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়েও আলোচনা চলছে।
রেশন ব্যবস্থা বদলাবে?
সরকার মনে করছে, যাঁরা বছরে ১২ লক্ষ টাকার বেশি উপার্জন করেন এবং আয়কর রিটার্ন জমা দেন, তাঁদের বিনামূল্যে রেশন সুবিধা দেওয়া উচিত নয়।
কারণ, কেন্দ্রীয় বাজেটে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ খাতে ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ, সরকার রাজস্ব ঘাটতির মুখে পড়েছে।