অসুস্থ মাকে মারধর, ঘাড় ধরে বউয়ের পায়ে ক্ষমা চাওয়ালেন ছেলে ! মৃত্যুর মুখে বৃদ্ধা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাঝবয়সি একটা লোকের মুখে গামছা বাঁধা ৷ সেই অবস্থায় অসুস্থ বৃদ্ধা মাকে একের পর এক কিল, চড়, ঘুষি থেকে লাথি মেরে চলেছেন তিনি ! সেখানেই শেষ নয়, এরপর সোজা বৃদ্ধার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ফেললেন বউয়ের পায়ের কাছে ৷ একটা চেয়ারে বসে রয়েছেন ওই ব্যক্তির স্ত্রী ৷ তাঁর পায়ের কাছে মাকে ঘাড় ধরে মাথা ঠেকিয়ে ব্যক্তি বলছেন, ‘ক্ষমা চা ৷ পা ধরে বল আর করবি না ৷’

এমনই হাড়হিম করা একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ মাকে চরম নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে ছেলে এবং বউমার বিরুদ্ধে ৷ অবশেষে ওই বৃদ্ধা মায়ের মৃত্যু ঘটেছে ৷ অভিযোগ, ছেলে বউমার এই কুকীর্তি যাতে প্রকাশ্যে না-আসে, তার জন্য প্রতিবেশীরাই নিজেরা আলোচনায় বসে মিটমাট করে নিয়েছেন । স্বাভাবিকভাবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি । তবে অত্যাচারের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে । এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, “আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও অভিযোগ আসেনি । যদি অভিযোগ জমা পড়ে অবশ্যই আমরা বিষয়টি খতিয়ে দেখব ।”

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, কি কি সুবিধা পাবেন ? জেনে নিন

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তিয়োরবেড়িয়া গ্রামে পাইন পাড়ায় । অভিযুক্ত ওই ছেলের নাম বাবলু পাইন ৷ পেশায় একজন টোটোচালক তিনি ৷ তাঁর 67 বছরের বৃদ্ধা মা ডলি পাইন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৷ অভিযোগ, তাঁর চিকিৎসা ও দেখভালের দায়িত্ব পালনের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না ছেলে, বউমার । এই অবস্থায় প্রতি মুহূর্তেই অমানবিক নির্যাতন চলতো এবং গালিগালাজ-সহ তাঁর মৃত্যু কামনা করা হত বলে অভিযোগ ।

একাংশ প্রতিবেশীর কথায়, বাড়িতে বৃদ্ধা অসুস্থ মা যেন ছেলে, বউমা এবং নাতনির কাছে চোখের বিষ হয়ে উঠেছিল ! কোনও মতেই তাঁকে সহ্য করতে পারছিল না পরিবার ৷ দিনের পর দিন তাঁর উপর নির্মমভাবে লাথি, কিল, চড়, ঝাঁটা দিয়ে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে ৷ অবহেলার শেষ পরিণতি হয় বৃদ্ধার মৃত্যু । তারপরেই তাঁকে মারধরের একটা ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷

এবিষয়ে এলাকাবাসী সরলা জানা বলেন, “আমরা ঘটনার কথা শুনেছি ৷ বৃদ্ধাকে মারধর সংক্রান্ত একটা ভিডিয়ো দেখেছি ৷ ওই বৃদ্ধাকে ঘরে নির্যাতন করা হত বলে জানতে পেরেছি । এটা খুব নিন্দাজনক ঘটনা ৷ ওদের বাড়িতে আজ হয়েছে, আগামিদিনে অন্য কারও বাড়িতে ঘটবে ৷ তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক স্কুলশিক্ষিকা বলেন, “আমরা বিভিন্নজনের কাছ থেকে শুনেছি ও জেনেছি যে এরকম ধরনের একটা ঘটনা ঘটেছে এলাকায় । আমরা মানুষ গড়ার কারিগর । এইরকম একটা জায়গা থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । পাশাপাশি আমরা এও অনুরোধ জানাচ্ছি, কোনও মা-বাবার প্রতি এ ধরনের আচরণ যেন সন্তান কোনওদিন না করে ।”

আরও পড়ুন:- বঙ্গোপসাগরে তৈরি ‘উইফা’ ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলা ভাসবে ? লেটেস্ট আপডেট

আরও পড়ুন:- শিশুর বিকাশে বাধা হয়ে দাঁড়ায় বাবা-মায়ের এই ভুল, অবশ্যই জেনে রাখুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন