Bangla News Dunia, Pallab : শনিবার সকালে নিরাপত্তাবাহিনীর গুলিতে ছত্তিশগড়ের সুকমা জঙ্গলে প্রাণ হারিয়েছেন ১৬ জন মাওবাদী। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। এদিন অমিত শা মাওবাদীদের উদ্দেশ্যে বার্তা দেন, অস্ত্র কিংবা হিংসা দিয়ে পরিবর্তন আনা যায় না। শুধু মাত্র শান্তি এবং উন্নয়নই দিনবদলের একমাত্র পথ।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
শনিবার সকালে ছত্তিশগড়ের সুকমায় এক অভিযানে ১৬ জন মাওবাদীকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। এই ঘটনায় নিরাপত্তাবাহিনীর সাফল্যের প্রশংসা করেছেন অমিত শা। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্রও। এদিন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় অমিত শা লেখেন, ‘‘এটি মাওবাদের উপর আর একটি চূড়ান্ত আঘাত। আমাদের নিরাপত্তা সংস্থাগুলি সুকমায় একটি অভিযানে ১৬ জন নকশালকে খতম করেছে এবং বিপুল পরিমাণে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা ২০২৬ সালের ৩১ মার্চের আগেই দেশ থেকে নকশালবাদকে নির্মূল করব।’’ তিনি আরও লেখেন, ‘‘যাঁদের কাছে এখনও অস্ত্র রয়েছে, তাঁদের প্রতি আমার একটাই আবেদন। অস্ত্র এবং হিংসা কখনও পরিবর্তন আনতে পারে না; কেবল শান্তি এবং উন্নয়নই পারে।’’
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানায় উপমপল্লি কেরলাপাল এলাকায় জঙ্গলে অভিযান শুরু করে সিআরপিএফ, ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। বাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গলের ভিতর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। রাতভর গুলির লড়াইয়ের পর মোট ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়। তবে নিহত মাওবাদীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন