অস্ত যেতে চলেছে দেব গুরু বৃহস্পতি ! দেখুন কি ফলাফল আসতে চলেছে

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শাস্ত্র অনুসারে আগামী ফেব্রুয়ারি মাসে অস্ত যেতে চলেছে দেব গুরু বৃহস্পতি। দেব গুরু বৃহস্পতিকে শুভ গ্রহ বলে মনে করা হয়, তাই এক মাস অস্তাচলে থাকা নানা খারাপ প্রভাব বিস্তার করবে বলে আশঙ্কা। এক্ষেত্রে সমৃদ্ধি, বিয়ে, জৌলুস, বিচক্ষণতা, ধার্মিক কাজকর্ম – সব বিষয়ে প্রভাব বিস্তার করে বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি অস্তাচলে থাকার কারণে এই সব ক্ষেত্র গুলিতে অশুভ প্রভাব থাকবে।

আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

বৃহস্পতি অস্তাচলে থাকার সময় কোনও শুভ কাজ করা যাবে না। বিয়ে, পৈতে, নামকরণের মতো শুভ অনুষ্ঠান করা যাবে না। শনির চিহ্ন কুম্ভ রাশিতে অস্ত যাবে বৃহস্পতি। তবে খারাপ সময়ের মধ্যেও কয়েকটি রাশির জাতকরা কিন্তু শুভ ফল পাবেন। দেখে নেওয়া যাক কোন সময় থেকে বৃহস্পতির অস্ত শুরু হচ্ছে ?

niladri misra

আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫০ মিনিটে কুম্ভ রাশিতে অস্ত যাবে বৃহস্পতি।ফের উদয় হবে আগামী ২৬ মার্চ সন্ধে ৬টা ৩৬ মিনিটে। বৃহস্পতির অনুপস্থিতিতে শুভ ও ধর্মীয় কাজ এই সময় করা যাবে না। বৃহস্পতি অস্তাচলে থাকায় সময় মানুষের মধ্যে বস্তুগত আকর্ষণ বৃদ্ধি পাবে। সম্পদ ও শারীরিক সুখ-স্বাচ্ছন্দের প্রতি কামনা বাসনা বাড়বে। ধার্মিক কাজকর্মে বিমুখ হবেন অনেকে। বৃহস্পতি অস্তাচলে থাকার সময় পরিবারের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

বৃহস্পতি অস্ত গেলে যে রাশি গুলির উপর সবচেয়ে খারাপ প্রভাব পড়বে তারা হল কর্কট, ধনু ও মীন। এক মাস বৃহস্পতিকে প্রসন্ন রাখার জন্য উপায় গ্রহণ করা উচিত। বিশ্ব বাজারেও বৃহস্পতির অনুপস্থিতির প্রভাব দেখা দেবে। সোনার দামে ব্যাপক ওঠা-নামা চলবে। স্টক মার্কেটে বিনিয়োগ করতে সতর্ক থাকতে হবে।

তবে এই সময়েই কয়েকটি রাশির জাতকরা ভালো ফল পাবেন। বৃষ, তুলা, মিথুন ও কন্যা রাশির জাতকদের জন্য ভালো সময় আসছে। কেরিয়ারে উন্নতি করবেন এবং আর্থিক সমৃদ্ধি বাড়বে। পরিবারেও সুখ-শান্তি থাকবে।

বৃহস্পতির অস্ত যাওয়ার প্রভাব দেখা দেবে বিশ্ব অর্থনীতিতেও। স্টক মার্কেটে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হবে। বিদেশি বাণিজ্য কমবে। তার ফলে অনেক দেশই আর্থিক সংকটের মুখে পড়তে পারে। ভারতের জন্মছক অনুসারে বৃহস্পতি একাদশ স্থানে অর্থাত্‍ লাভের ঘরে অবস্থান করছে। বৃহস্পতির অস্তাচল কোনও সুসংবাদ নিয়ে আসছে না।

অশুভ প্রভাব এড়াতে হলুদ পোশাক পরুন ও হলুদ দ্রব্য দান করুন। নিজের গুরুকে সম্মান জানান। প্রতিযোগ যোগব্যায়াম ও ধ্যান করুন। কলাগাছের পুজো করলেও ভালো ফল পাবেন।

আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন