অ্যাটলাস ধূমকেতু নাকি ভিনগ্রহীদের স্পেসশিপ ! অদ্ভুত ঘটনা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab  : মহাকাশে (The Space) কি আমরা একা? এই চিরন্তন প্রশ্নটি আরও একবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ধূমকেতু অ্যাটলাস (Comet Atlas) যার সাংকেতিক নম্বর হল সি/২০২৩এ৩।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

সাধারণত ধূমকেতু হল মহাবিশ্বের হিমশীতল প্রান্ত থেকে আসা বরফ ও ধুলোর এক বিশাল পিণ্ড। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যাভি লোয়েবের (Avi Loeb) নতুন এক তত্ত্ব যেন এই পরিচিত ধারণাকে নাড়িয়ে দিয়েছে। তাঁর মতে, অ্যাটলাস হয়তো কোনও সাধারণ ধূমকেতু নয়, বরং ভিনগ্রহী সভ্যতার পাঠানো কোনও মহাকাশযান হলেও হতে পারে। এই দাবি মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে নতুন করে বিতর্ক ও কৌতূহল সৃষ্টি করেছে।

লোয়েব তাঁর গবেষণাপত্রে অ্যাটলাসের অস্বাভাবিক গতিবিধি এবং আলোর বিচ্ছুরণের ওপর জোর দিয়েছেন। তিনি বলছেন, ধূমকেতুর যে লেজ দেখা যায়, অ্যাটলাসের ক্ষেত্রে তার আচরণ অদ্ভুত। এটি যেভাবে গতিপথ পরিবর্তন করছে এবং সৌর বিকিরণকে প্রতিফলিত করছে, তা অনেক বিজ্ঞানীর কাছেই রহস্যময় ঠেকছে। লোয়েবের যুক্তি হল, এই অস্বাভাবিকতা কোনও প্রাকৃতিক ঘটনার চেয়ে ভিনগ্রহী প্রযুক্তির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

তবে এই তত্ত্বের সঙ্গে একমত নন অধিকাংশ মূলধারার বিজ্ঞানী। তাঁদের মতে, ধূমকেতুর আচরণ তার গঠন এবং সূর্যের কাছাকাছি আসার প্রক্রিয়ার ওপর নির্ভর করে। অ্যাটলাসের আকৃতি বা উপাদানের বিশেষত্বের কারণে এমন অদ্ভুত আচরণ হতেই পারে। তাঁদের কাছে এটি প্রাকৃতিক মহাজাগতিক ঘটনার একটি ব্যতিক্রমী উদাহরণ মাত্র। অক্টোবর মাসের শেষে অ্যাটলাস যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসবে, তখন এর পর্যবেক্ষণ আরও সহজ হবে। বিজ্ঞানীরা আশা করছেন, তখন এর প্রকৃত স্বরূপ উন্মোচিত হবে।

অ্যাটলাসের রহস্যময়তা কি এলিয়েনদের অস্তিত্বের দিকে ইঙ্গিত করছে, নাকি এটি মহাবিশ্বের অসংখ্য অজানা বিস্ময়ের একটি ফুলকি মাত্র? এই প্রশ্নের উত্তর হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে। তবে এই আলোচনা আমাদের মনে মহাবিশ্ব এবং সেখানে আমাদের অবস্থান নিয়ে নতুন করে ভাবার খোরাক জোগাচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন