আইনি নোটিশ গিয়েছিল আগেই, এবার ‘অভয়া’র বাবার নামে মানহানির মামলা করলেন কুণাল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab :  আইনি নোটিশ পাঠিয়েছিলেন কিছুদিন আগেই। এবার ‘অভয়া’র বাবার RG Kar Case) বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা (Defamation Case) দায়ের করেছেন।

আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO

গত বছর ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল অভয়ার দেহ। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু তদন্ত প্রক্রিয়ায় সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। মেয়ের মৃত্যু বার্ষিকীর ঠিক আগে তাঁরা দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে। সেখান থেকে ফিরে আসার পর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভয়ার বাবা বলেন, ‘সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন। সিবিআই বোগাস।’

এই মন্তব্য নিয়ে তীব্র সুর চড়ান তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর ফেসবুক পেজে  তিনি লেখেন, অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে। ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর ৪ দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন