আসন্ন ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলবে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন ঘটনার অজুহাতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া তে। দু দেশের দুই ক্রিকেট বোর্ডের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। সেই ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে ম্যাচ না খেলার বিষয়টি প্রকাশ্যে আনলে, রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে এমনই এক সিদ্ধান্ত নেয়।
সেই সিদ্ধান্ত কথা প্রকাশ করে ফেসবুকে পোস্ট করে জানান বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লিখেন,
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। নির্ধারিত সূচি মেনে আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের টুর্নামেন্ট রয়েছে। এছাড়াও আরও তিনটি ম্যাচ কলকাতা ও মুম্বাইয়ে খেলার কথা বাংলাদেশী ক্রিকেটারদের।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে দল পাঠাতে অস্বীকার করে, আইসিসি-র কাছে তারা চিঠি পাঠিয়ে ভেন্যু বদলের দাবি করেন। তাদের মতে ম্যাচ হবে শ্রীলংকায়। যদিও এই কম সময়ে ভেন্যু পরিদর্শন করা সম্ভব নয়। এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলেননি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।












