Bangla News Dunia , আবির:- কেভিন পিটারসেনের দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের উদ্ভাবনী নিয়ম পরিবর্তন থেকে পারেন আইপিএলের সংগঠকেরা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নেলসন ম্যান্ডেলার দেশের এই প্রতিযোগিতাকে জনপ্রিয় করতে রীতিমতো সক্রিয়। এই লিগের নিয়ম হচ্ছে, দু’দলের অধিনায়কই টসের সময় ১৩ জন করে ক্রিকেটার নিয়ে মাঠে নামতে পারবেন। তার পরে চূড়ান্ত দল গঠন করা যাবে।
আরো পড়ুন :-পশ্চিমবঙ্গের ছাপাখানা দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
কেন সামনের দিকে এগিয়ে যাব না? দরকার হলে খেলার নিয়মেও বদল আনতে হবে। তাতে কুড়ির ক্রিকেট দেখে মানুষ আরও আনন্দ পাবে। ক্রিকেটাররাও আরও বেশি সজাগ থেকে খেলবে। আইপিএলও এই নিয়ম তাদের প্রতিযোগিতায় প্রয়োগ করতে পারে।”
আরো পড়ুন :-পশ্চিমবঙ্গের ছাপাখানা দপ্তরে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
ইংল্যান্ডও এখন সীমিত ওভারের ম্যাচে আরও আগ্রাসী হয়ে উঠেছে। তাতে ইংরেজ ক্রিকেটাররা দেশে-বিদেশে সাফল্যও পাচ্ছেন। পিটারসেনের কথা, “এই ধরনের ক্রিকেটে আসল তো মনোভাবটা। ওরা এমন একজন কোচও (ব্রেন্ডন ম্যাকালাম) পেয়েছে, যে ব্যর্থ হওয়ার ভয় পায় না। ভারতেরও উচিত একই ভাবে খেলা। আমার তো মনে হয় অনেক দক্ষ ক্রিকেটার থাকলেও ভারত বড্ড মন্থর গতিতে ব্যাট করে। ওরা বরং ইংল্যান্ডের মতো খেলুক। এখন ছোট ওভারের পরিকাঠামোয় বদল আনা জরুরি। এমনকি দরকার হলে সেটা পিটারসেন যোগ করেন, “আমরা টেস্টেও করতে হবে।”
আরও পড়ুন : শিয়ালদা শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন ! দেখুন সেই তালিকা
পিটারসেন বলেছেন, “আমার তো নতুন আইন খুবই ভাল লেগেছে। টসের খুব বেশি ভূমিকা থাকে বলে আমার মনে হয় না। ওরা যেটা করেছে সেটা আক্ষরিক অর্থে দুর্দান্ত। একই সঙ্গে বলব, বোনাস পয়েন্ট দেওয়ার ভাবনাটা অসাধারণ। আমি বলতে চাই, এমন ভাবে আইনে বদল আনা হোক, যাতে কুড়ির ক্রিকেটের আকর্ষণ অনেকটাই বেড়ে যায়।”
আরো পড়ুন :- BREAKING: লক্ষ্মীর ভাণ্ডার: চালু হচ্ছে সোশ্যাল রেজিস্ট্রি
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?
BREAKING: ২৫০২ শূন্যপদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের।https://t.co/slYYKnyGXV
— Bangla News Dunia (@Banglanewsdunia) February 10, 2023
এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে সায়ন্তিকা !https://t.co/NxrzTrop8e
— Bangla News Dunia (@Banglanewsdunia) February 10, 2023
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’
আরো পড়ুন :- বিয়ের ন্যূনতম বয়সের নির্দিষ্টকরণ ! কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন