Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিন কয়েক আগে দলীয় সভায় আইপ্যাক নিয়ে সদর্থক বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন,’আইপ্যাক নিয়ে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করুন’। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট জানিয়ে দিলেন,’নম্বর দিচ্ছি ৮১৪২৬৮১৪২৬। যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নম্বরে ভেরিফাই করবেন’।
অভিষেকের আইপ্যাক-বার্তা
ভূতুড়ে ভোটার নিয়ে শনিবার দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে তিনি বলেন,’আমার অফিসের ও আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। অনেক অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে’।
আইপ্যাকের নাম করে কেউ যোগাযোগ করলে কী করতে হবে, তা-ও বলে দিয়েছেন অভিষেক। তিনি জানান,’হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি- ৮১৪২৬৮১৪২৬। যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি এই নম্বরে ভেরিফাই করে নেবেন।
আরও পড়ুন:- ‘ভূতুড়ে ভোটার’ তাড়াতে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, জানতে বিস্তারিত পড়ুন
তিনি যোগ করেন,’আমার অফিস থেকে গেলে জেলা সভাপতির কাছে আগাম বার্তা যাবে। না হলে এন্টারটেন করবেন না। সোজা আমার অফিসে রিপোর্ট করবেন’।
অভিযোগে বিদ্ধ আইপ্যাক!
অতিসম্প্রতি আইপ্যাকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন মদন মিত্র। এছাড়া তৃণমূলের একাধিক নেতা আইপ্যাকের ‘খবরদারি’ নিয়েও উষ্মপ্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। কয়েক মাস আগে দলনেত্রী ‘প্যাক প্যাক মানি না’ বলে মন্তব্য করেছিলেন। তখনই তৃণমূলের সঙ্গে আইপ্যাকের ভবিষ্যৎ নিয়ে উঠেছিল প্রশ্ন।
আইপ্যাক-তৃণমূল সম্পর্ক
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেুপির উত্থানের পর আইপ্যাকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। ২০২১ সালে দুশোর বেশি আসন পেয়ে ক্ষমতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সামনে ২০২৬। তার আগে মমতা ও অভিষেকের বার্তায় স্পষ্ট, মাঝে ভাটা দেখা দিলেও আইপ্যাকের উপর এখনও ভরসা অটুট তৃণমূলের শীর্ষস্তরের।
ঠিক কী বলেছিলেন মমতা?
ফেব্রুয়ারিতেই নবান্নে আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈনের সঙ্গে বৈঠক হয় মমতার। ওই বৈঠকের পর ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে দলীয় সভায় তৃণমূল নেত্রী বলেছিলেন,’এটা পিকের আইপ্যাক নয়। ওর অন্য় জায়গায় কাজ করে। এরা একটা নতুন দল। এদের সহযোগিতা করুন। উল্টোপাল্টা বলা বন্ধ করুন। একসঙ্গে কাজটা করতে হবে’।
আরও পড়ুন:- জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা-মা, কারণ জানলে চমকে যাবেন
আরও পড়ুন:- বাইক কতদিন অন্তর সার্ভিস করাবেন? ইঞ্জিন অয়েল কত কিমি অন্তর বদলাতে হয়? জেনে নিন