Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতীয় সিনেমা উদযাপনের সবচেয়ে বড় মঞ্চ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি ৷ প্রতিবছর এই অ্যাওয়ার্ড ফাংশন বিদেশে অনুষ্ঠিত হলেও এবার সেই আসর বসে রাজস্থানের জয়পুরে ৷ অনুষ্ঠানে বেশিরভাগ পুরস্কার আসে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ ছবির ঝুলিতে ৷ তালিকায় আর কারা রয়েছেন রইল ছোট্ট ঝলক ৷
‘লাপাতা লেডিজ’ ছবিতে ফুলকুমারি চরিত্রে নজর কাড়েন নীতাংশি গোয়েল ৷ তিনি পেয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার ৷ ‘ভুল ভুলাইয়া 3’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার গিয়েছে কার্তিক আরিয়ানের ঝুলিতে ৷ সেরা পরিচালক মনোনীত হন কিরণ রাও ৷ ছবির নাম লাপাতা লেডিজ ৷
কিল ছবিতে নেতিবাচক চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান রাঘব জুয়েল ৷ ‘লাপাতা লেডিজ’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পান রবি কিষাণ ৷ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় পরিচালক রাকেশ রোশনকে ৷
আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন
রইল আইফা বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
- সেরা ছবি – লাপাতা লেডিজ
- সেরা অভিনেতা (লিডিং রোল) – কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া 3)
- সেরা অভিনেত্রী (লিডিং রোল) -নীতাংশি গোয়েল (লাপাতা লেডিজ)
- সেরা পরিচালক – কিরণ রাও (লাপাতা লেডিজ)
- সেরা অভিনেতা (নেতিবাচক)- রাঘব জুয়েল (কিল)
- সেরা সহ-অভিনেতা – রবি কিষাণ (লাপাতা লেডিজ)
- সেরা- সহ অভিনেত্রী – জানকি বোদিওয়ালা (শয়তান)
- বেস্ট স্টোরি (অরজিনাল) -বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিজ)
- বেস্ট স্টোরি (অ্যাডাপ্টেড) – শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা শ্রুতি, অণুকৃতি পাণ্ডে (মেরি ক্রিসমাস)
- সেরা পরিচালক (ডেবিউ) – কুণাল খেমু (ম্যাডগাঁও এক্সপ্রেস)
- বেস্ট ডেবিউ অভিনেত্রী – প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
- বেস্ট ডেবিউ অভিনেতা – লক্ষ্য লালওয়ানি (কিল)
- বেস্ট মিউজিক ডিরেক্টর – রাম শম্পত (লাপাতা লেডিজ)
- বেস্ট লিরিক্স – প্রশান্ত পাণ্ডে (সজনি, লাপাতা লেডিজ)
- বেস্ট সিঙ্গার (ফিমেল) – শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার 3.0, ভুল ভুলাইয়া 3)
- বেস্ট সিঙ্গার (মেল) – জুবিন নটিয়াল (দুয়া, আর্টিকেল 370)
- বেস্ট সাউন্ড ডিজাইন – সুভাষ সাহু, বলয় কুমার দলই, রাহুল কার্পে (কিল)
- বেস্ট স্ক্রিনপ্লে – স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
- বেস্ট ডায়লগ – অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাষ জামভালে, মোনাল ঠক্কর (আর্টিকেল 370)
- বেস্ট এডিটিং – জবীন মারচেন্ট (লাপাতা লেডিজ)
- বেস্ট সিনেমাটোগ্রাফি – রাফে মাহমুদ (কিল)
- বেস্ট কোরিয়োগ্রাফি – বসকো-সিজার (তৌবা তৌবা, ব্যাড নিউজ)
- বেস্ট স্পেশাল এফেক্টস – রেড চিলিজ ভিএফএক্স (ভুল ভুলাইয়া 3)
- আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা- রাকেশ রোশন
অন্যদিকে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয় 8 মার্চ ৷ দো পাত্তি ছবির জন্য পুরস্কার আসে কৃতি শ্যাননের ঝুলিতে ৷ পঞ্চায়েত 3-র জন্য পুরস্কার পান জিতেন্দ্র কুমার ৷ অমর সিং চমকিলা ছবির ঝুলিতেও পুরস্কার আসে ৷ আইফা অ্যাওয়ার্ড শো সঞ্চালনা করেন কার্তিক আরিয়ান ও করণ জোহর ৷ লেজেন্ডারি পরিচালক রাজ কাপুরকে শ্রদ্ধা জানান করিনা কাপুর তাঁর বিশেষ পারর্ফম্যান্সের মধ্য দিয়ে ৷
আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন