আজ সুপ্রিম কোর্টে আই-প্যাক (I-PAC) তল্লাশি কাণ্ডে ইডি-র দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা। তার আগেই শীর্ষ আদালতে নতুন আর্জি জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ওই আর্জিতে রাজ্যের ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে ইডি। পাশাপাশি তল্লাশি চলাকালীন দুর্ব্যবহার ও অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্য পুলিশের একাধিক উচ্চ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আবেদনও করা হয়েছে।
প্রসঙ্গত, আই-প্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর ফাইভে সংস্থার দপ্তরে ইডির তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক উপস্থিতি নিয়েই আপত্তি তোলে কেন্দ্রীয় সংস্থা ইডি। সেই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট দুই আদালতেই পৃথক মামলা দায়ের করে ইডি। এদিন এর জেরে একই বিষয়ে কলকাতা হাই কোর্টে চলমান মামলার শুনানি বুধবার মুলতবি রাখার নির্দেশ দেন বিচারপতি শুভ্রা ঘোষ।














