আগত বিধানসভা ভোটে ” বনগাঁ ” লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia, সুমিত পল :- এখানে আমরা ২০১৯ এর লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে বনগাঁ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কারা কি অবস্থানে রয়েছে তা জানাবো। কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছে বিজেপি। আর তাতেই তৃণমুলের পর রাজ্যের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। আর তাতেই তৃণমুলের সাথে লড়াইয়ে মাঠে নেমেছে বিজেপি। এই কেন্দ্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি ও তৃণমুল । ২০১৯ এ রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপির হয়ে শান্তনু ঠাকুর জয়লাভ করেন। তিনি ৬ লাখ ৮৭ হাজার ৬২২ টি ভোট পেয়েছিলেন।

অপরদিকে তৃণমুলের হয়ে ভোটে লড়েছিলেন মমতা বালা ঠাকুর  , তিনি ৫ লাখ ৭৬ হাজার ২৮ টি ভোট পেয়েছিলেন। । চলুন দেখে নেওয়া যাক এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ বিধান সভায় কার পাল্লা ভারী।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে রানাঘাট লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

১. কল্যাণী :- এখানে বিজেপি ৯৩ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৮৬ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তবে এখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে।

২. হরিণঘাটা :- এখানে বিজেপি ৯৮ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৮৪ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট ! কড়া বার্তা কমিশনের

৩. বাগদাহ :- এখানে বিজেপি ১ লাখ ৯ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৮৫ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

৪. বনগাঁ উত্তর :- এখানে বিজেপি ১ লাখ ৪ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৭৬ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

bjp-tmc

৫. বনগাঁ দক্ষিণ :- এখানে বিজেপি ১ লাখ ৫ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৭৬ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

৬. গাইঘাটা :- এখানে বিজেপি ১ লাখ ৯ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৭৩ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে।

৭. স্বরূপনগর :- এখানে বিজেপি ৬৮ হাজার ভোট পেয়েছিলো আর তৃণমুল  ৯২ হাজার ভোট পেয়েছিলো। লোকসভার ভোটের নিরিখে এই কেন্দ্রে তৃণমুল এগিয়ে রয়েছে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

বাকি লোকসভা কেন্দ্রে কারা কি অবস্থানে রয়েছে তা জানতে  আমাদের ফলো করুন। 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন