আগামিকাল বিরল দৃশ্যের সাক্ষী হবে কলকাতাবাসী ! জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- 2025 সালের 21 জানুয়ারি থেকে আকাশে শুরু হয়েছে গ্রহের প্যারেড, শেষ হবে 28 ফেব্রুয়ারি ৷ আগামিকাল রাতের আকাশ দেখা যাবে এই বিরল দৃশ্য ৷ শুরুর দিকে 6টি গ্রহ থাকলেও, এবার 7টি গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থান করবে ৷ যা দেখে মনে হবে আকাশে গ্রহের প্যারেড চলছে ৷ এই দৃশ্য 2040 সালের আগে আর হবে না ৷ চলতি বছরের জানুযারি থেকে শুরু হয়েছে এই ঘটনা ৷ নিশ্চয় ভাবছেন কী ঘটনা ৷ এবার তবে খুলে বলা যাক ৷

ভারতে দেখার সেরা সময়

আগামী 28 ফেব্রুযারি আকাশে দেখা যাবে গ্রহের প্যারেড ৷

ভারতবাসীকে এই স্বর্গীয় ঘটনার সাক্ষী থাকতে গেলে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ জ্যোর্তিবিজ্ঞানীদের মতে সূর্যাস্তের 45 মিনিট পর এটি ভালোভাবে দেখা যাবে । এই দৃশ্যের সাক্ষী থাকতে গেলে অন্ধকার ও পরিষ্কার মেঘমুক্ত আকাশ প্রয়োজন ৷

আরও পড়ুন:- জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন

প্ল্যানেটারি প্যারেড 2025 কীভাবে দেখবেন

  • বেশ কয়েকটি অ্যাপ আছে যার মাধ্যমে সহজেই গ্রহের প্যারেডকে চিহ্নিত করা যাবে ৷
  • অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা স্টার ওয়াক 2 এবং স্টেলারিয়াম এই দুই অ্যাপ ডাউনলোড করে সেটির সাহায্যে চিহ্নিত করতে পারবেন ৷ সেটির মাধ্যমে দেখতে পাবেন গ্রহের প্যারেড ৷
  • এমন বিরল দৃশ্য ভবিষ্যতে 2040 সালের আগে দেখা যাবে না।

 

 

 

কোন গ্রহগুলি দেখা যাবে

গ্রহে প্যারেড বা প্ল্যানেটারি প্যারেডের শুরুতে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এই ছয়টি গ্রহ একটি সরলরেখায় ছিল। এবার বুধগ্রহ যোগ হয়েছে । অর্থাৎ এবার সন্ধ্যার আকাশে 6টির পরিবর্তে 7টি গ্রহ দেখা যাবে ৷ ধীরে ধীরে গ্রহগুলি সূর্যের কাছ থেকে দূরে সরে যাবে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, 2025 সালের অগস্টে আরেকটি গ্রহের প্যারেড হতে পারে ৷ তখন 4টি গ্রহ একটি সরলরেখায় দৃশ্যমান হবে। সাতটি গ্রহকে এক সরল রেখায় দেখতে চাইলে এটি সেরা সময় ৷

গ্রহের প্য়ারেড কী ?

জ্যোতির্বিজ্ঞানীর মতে, মহাকাশের পৃথিবী-সহ 8টি গ্রহ সূর্যের চারপাশে ঘোরে ৷ সাধারণত সমস্ত গ্রহ একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্বে সূর্যকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে । এই সময়ে সমস্ত গ্রহের গতি এবং সময়ও পরিবর্তিত হয়। এই প্রদক্ষিণের সময় যখন কক্ষপথে একই সরলরেখায় সমস্ত গ্রহ সূর্যের একপাশে চলে আসে এবং সেটি পৃথিবী থেকে সরলরেখায় দৃশ্যমান হয়। যা এক ঝলক দেখে মনে হয় গ্রহের প্যারেড ৷

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন