Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বাঙালির বারো মাসে তের পার্বণ। আর গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক পুজো-পার্বণ। আগামীকাল রাজ্য জুড়ে নীলপুজো বা নীলষষ্ঠী। প্রায় প্রতি বাড়ির মহিলারা এদিন মূলত সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন। ভগবান মহাদেবের মন্দির গুলিতে ভিড় জমান শিব ভক্তেরা।
নীলষষ্ঠীর দিনক্ষণ —–
সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। এই বছর ১৩ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র পড়েছে নীলপুজোর তারিখ। গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল। বেলপাতা , ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায়। মহাদেব বেলপাতাতে সবচেয়ে বেশি তুষ্ট হন।
নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। অপরাজিতার মালা পড়িয়ে, সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়।
মনে রাখা জরুরী, নীলের উপোস ভাঙার পরও ফল , সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। সন্দব লবণ দিয়ে খাবার খেতে হয়। ।নীলষষ্ঠীতে মূলত সন্তানের কামনায় উপবাস করে থাকেন মহিলারা। তবে শুধু বিবাহিত মহিলা নয়, অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা করে। ভগবান মহাদেবের আশির্বাদ পান সকলে। জয় শিব শঙ্কর !
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল