Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চলতি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামীকাল ৪ ডিসেম্বর অর্থাৎ শনিবার। শুক্ল পক্ষের অমাবস্যা তিথিতে হবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যার দিক থেকে ২০২১ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বছর মোট ৪টি গ্রহণ রয়েছে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। ইতিমধ্যে গোটা বিশ্ব মোট তিনটি গ্রহণ হয়ে গেছে। গত ১০ জুন, বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে বিশ্ববাসী। এটি আংশিকভাবে ভারতের লাদাখ ও অরুণাচল প্রদেশ ছাড়া আর কোথাও দেখা যায়নি।
দেখুন কখন হবে সূর্যগ্রহণ?
আগামী ৪ ডিসেম্বর সকাল ১০.৫৯ মিনিট থেকে দুপুর ৩.০৭ মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ।এই গ্রহণের সময়কাল প্রায় ৪ ঘণ্টা ৮ মিনিট।
মূলত দক্ষিণ গোলার্ধ থেকেই এই গ্রহণ দেখা যাবে। অর্থাৎ কেবলমাত্র আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা থেকে দৃশ্যমান হবে। তবে দুর্ভাগ্যের বিষয় এই গ্রহণটি ভারত থেকে দেখা যাবে না।
সূর্যগ্রহণের সময় সূতক কালকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এবারের সূর্যগ্রহণের সময় সূতকের নিয়ম অনুসরণ করা হবে না। আংশিক সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১০:৫৯ মিনিটে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২:৩০ মিনিটে এবং সর্বাধিক সূর্যগ্রহণ হবে দুপুর ০১:০৩ মিনিটে। পূর্ণগ্রহণ শেষ হবে ০১:৩৩ মিনিটে এবং অবশেষে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে ০৩:০৭ মিনিটে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
মাস্ক ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন