Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামী আগস্টে কেবল টিভির নতুন নিয়ম । অভিযোগ উঠেছিল, পছন্দের চ্যানেল দেখার সুযোগ বাড়ানোর জন্য গত বছর কেবল টিভি এবং ডিটিএইচ পরিষেবায় নতুন নিয়ম চালু হলেও, সেক্ষেত্রে গ্রাহক স্বার্থ পুরো সুরক্ষিত হয়নি। কোনো চ্যানেল আলাদা নিলেই নেওয়া হচ্ছে। এরজন্য ট্রাই জানুয়ারি মাসে পছন্দের চ্যানেলকে দেখার অগ্রাধিকারের পাশাপাশি পরিষেবার খরচ আরও কমাতে নতুন নিয়ম শুরু করলেও চ্যানেল সংস্থাগুলি তা মানেনি।
নতুন নিয়মে মাসুল হার ঘোষণা সহ আরও নানা বিধি বেঁধে মার্চ মাসে তা কার্যকর করতে বলেছিল ট্রাই। কিন্তু চ্যানেল সংস্থাগুলি এর বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে যায়। শুক্রবার নিয়ন্ত্রক জানায়, আগামী আগস্ট মাসের মধ্যে নতুন নিয়ম মেনে চ্যানেল ও তার দাম ঘোষণার পাশাপাশি বাকি নির্দেশও তাদের কার্যকর করতে হবে। ওয়েবসাইটও সব জানাতে হবে। এতে বদলে যেতে পারে কেবল টিভির বেশ কিছু পরিচিত নিয়ম কানুন।
ট্রাই এদিন জানিয়েছে, আদালত শুনানিতে ওই আইনে স্থগিতাদেশ বা অন্তর্বর্তী রায় দেয়নি। তাই সংস্থাগুলিকে গ্রাহকদের স্বার্থে দ্রুত সংশোধিত নিয়ম কার্যকর করতে হবে। কয়েকটি চ্যানেল সংস্থা বোকের দাম অগস্ট থেকে বাড়ানোর কথা জানিয়েছে, যা বিধির পরিপন্থী। আশঙ্কা করা হচ্ছে, অন্য সংস্থাগুলিও সেই পথে হাঁটতে পারে। এরজন্যই ট্রাইয়ের এই নির্দেশ।
Highlights
1. আগামী আগস্টে কেবল টিভির নতুন নিয়ম
2. রিষেবার খরচ আরও কমাতে নতুন নিয়ম শুরু করলেও চ্যানেল সংস্থাগুলি তা মানেনি
3. আদালত শুনানিতে ওই আইনে স্থগিতাদেশ বা অন্তর্বর্তী রায় দেয়নি
4. তাই সংস্থাগুলিকে গ্রাহকদের স্বার্থে দ্রুত সংশোধিত নিয়ম কার্যকর করতে হবে
#Cable #DTH