Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতায় ইতিমধ্যে ঝড়-বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে । সকালে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রোদ চড়লে অস্বস্তি বাড়বে। সোমবার পর্যন্ত বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ৷ তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ, শনিবার বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা ৷
উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্ত রয়েছে ৷ যা ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে এবং সমুদ্র পৃষ্ঠের দেড় কিলোমিটার ওপরে অবস্থান করছে ৷ বায়ুমণ্ডলের উপরিভাগে চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত সিকিম এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে। এই চক্রবৎ ঘূর্ণাবর্তটি বিস্তৃত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ৷ যা সমুদ্র পৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে রয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বাতাসের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই রাজ্যে প্রবেশ করছে ৷ ফলস্বরূপ 15 এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইবে ৷
আজ সন্ধ্যায় কালবৈশাখীর পূর্বাভাস
বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ 9 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়।
আগামিকাল অর্থাৎ রবিবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা রয়েছে ৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কালবৈশাখীর সতর্কতা জারি থাকবে 6 জেলায়। হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 40-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা। 4 জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় ঘণ্টায় 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
সোমবারের পরেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে তার প্রভাব অনেকটাই কমবে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।
উত্তরবঙ্গে আজ দার্জিলিংয়ে ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের দিকের 5 জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় 50-60 কিলোমিটার ৷ সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের প্রভাব কমবে। ওপরের দিকের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত।
শুক্রবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 3.3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 21.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.2 ডিগ্রি নীচে ৷ অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা নেমে যাওয়ায় গরমের অস্বস্তি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 54 শতাংশ।
আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন