“আগামী দুই সপ্তাহের মধ্যে…’, ইউক্রেন নিয়ে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab :

ইউক্রেনে শান্তি স্থাপনে কোনও অগ্রগতি না হলে দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের ‘হুমকি’ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে দেওয়া এক বার্তায়, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, “আমি কী করব সে বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। হয় ব্যাপক নিষেধাজ্ঞা, নয়তো ব্যাপক শুল্ক, অথবা উভয়ই, অথবা আমরা কিছুই করব না এবং বলব এটি তোমাদের নিজেদের লড়াই।” ইউক্রেনে একটি কারখানায় রাশিয়ার প্রাণঘাতী হামলার বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমি এতে খুশি নই এবং এই যুদ্ধ সংক্রান্ত কোনও কিছুতেই আমি খুশি নই। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব পরিস্থিতি কোন দিকে যায় এবং আমি চাই খুব দ্রুত সব ঠিক হয়ে যাক।”

ট্রাম্প জানান, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করেছেন। তবে জেলেনস্কি এই প্রসঙ্গে অভিযোগের সুরে বলেন, “যুদ্ধ শেষ করতে না চাওয়ার কারণে রুশরা এই বৈঠক ঠেকাতে সবরকম চেষ্টা করছে।”

অন্যদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, বৈঠকের আলোচ্যসূচি এখনও প্রস্তুত নয়। এই বিষয়ে তিনি বলেন, “যখন একটি বৈঠকের আলোচ্যসূচি প্রস্তুত হবে, তখনই পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে প্রস্তুত রয়েছেন।”

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন