Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা ভোট ! করোনা মহামারীর আবহে দেশের সব থেকে বড়ো ভোট হয়ে গেল বিহারে। আগামী বছরের শুরুর দিকেই দেশের ৫ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট হওয়ার কথা। উলেখ্য করোনা কালে ২৪৩ আসনের বিহার বিধানসভা ভোটে ১২৫টি আসনে জিতে সরকার গড়েছে এনডিএ জোট। ৪র্থ বারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। বছর ঘুরলেই আরও ৫ রাজ্যে ভোট।
এক নজরে সেই রাজ্য গুলি ——
১. ২০২১ সালের এপ্রিল মাসে ভোট অসমে। গত ২০১৬ সালের ভোটে সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠিত হয় সেখানে।
২. ২০২১ সালের ভোট হওয়ার কথা রয়েছে কেরলে। এর আগে ২০১৬ সালের ভোটে দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গড়ে সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ।
৩. প্রসঙ্গত ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ভোট হতে পারে ২০২১ সালে। রাজ্যের দুই কিংবদন্তি নেতৃত্ব জয়ললিতা এবং এম করুণানিধির অনুপস্থিতিতে রাজ্যের বড়ো নির্বাচন এটাই।
৪. ২০১৬ সালের ভোটে ২য় বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে তৃণমূল। বিজেপি মাত্র ৪ টি আসনে জয় পায়। ২০২১-এর লক্ষ্যে কোমর বেঁধে নেমেছে বিজেপি।
আরো পড়ুন :- কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক বাংলার ভোট ! চিঠি সিইও দফতরের
৫. ২০২১-এ ভোট হতে পারে জম্মু ও কাশ্মীরে। ২০১৮ সালের ২১ নভেম্বর সরকার ভেঙে যায়। ধারা ৩৭০ বাতিলের পর নতুন করে পুনর্বিন্যাস হওয়ার পর ৮৩ থেকে আসন সংখ্যা কমে হয়েছে ৭৭টি। লেহ, কার্গিল, জঙ্গস্কর এবং নুব্রা বিধানসভা বাদ পড়েছে।
এখন করোনা আবহে তার প্রস্তুতিতে নানা রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন।
Highlights
1. আগামী বছর পশ্চিমবঙ্গ-সহ ৫ রাজ্যের বিধানসভা ভোট !
2. করোনা আবহে তার প্রস্তুতিতে নানা রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন
#বিধানসভা #ভোট