আগামী মাসে মুর্শিদাবাদ যাচ্ছেন মমতা, জানালেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ওয়াকফ (সংশোধনী) আইন (Waqf Law) নিয়ে প্রতিবাদ ঘিরে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এই আবহে আগামী মাসে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন, মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন তিনি। পাশাপাশি, নিহতদের ছেলেমেয়েদের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করতে পারে, সে কথাও এদিন জানান তিনি।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

সভায় একাধিক প্রসঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গ টানেন মমতা। জানান, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর মে মাসের শুরুতে মুর্শিদাবাদে যাবেন তিনি। অশান্তির জেরে যাঁদের বাড়িঘর, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও সাধ্যমতো সাহায্য করবে সরকার।

মমতা বলেন, ‘মনে রাখবেন একটা অশান্তি হয়েছে, দুঃখজনক। সেটাও বহিরাগতরা কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে করেছে। কীভাবে করেছে, সেই চক্রান্ত আমরা ফাঁস করব।’ এদিন আশ্বাসের সুরে মমতা বলেন, ‘কাদের বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা সমীক্ষা করে দেখছি। আমি মে মাসের শুরুতে যাব, তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এটুকু ভরসা আপনারা করতে পারেন, এটুকু নিশ্চিন্তে থাকতে পারেন।’ এদিন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন