আগামী লোকসভা নির্বাচনে কোন রাজ্যে কোন দল কটি আসন পাবে ? মোদী নাকি কংগ্রেস ? কি বলছে বিশেষ সমীক্ষা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : কয়েকদিন আগেই পটনাতে কংগ্রেস সহ দেশের তাবড় তাবড় বিরোধী দলগুলি বৈঠকে বসেছিল। বিজেপি বিরোধিতায় একজোট হয়ে নির্বাচনে লড়ার লক্ষ্যেই সেই বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে এই সবের মাঝেই ২০২৪ সালের লোকসভা নিয়ে নিজেদের জনমত সমীক্ষা প্রকাশ করল ‘টাইমস নাও’। আর সেই সমীক্ষা অনুযায়ী, বিজেপি অনায়াসে ২০২৪ সালে ম্যাজিক ফিগার পার করবে। সমীক্ষায় রাজ্যভিত্তির ফলও দেওয়া হয়।

আরও পড়ুন : রাজনীতি ছাড়ছেন মহারাজা !

সমীক্ষা অনুযায়ী, বিহারে বিজেপি ২২ থেকে ২৪টি আসনে জিততে পারে। এদিকে জেডিইউ-আরজেডি মহাজোটের ঝুলিতে যেতে পারে ১৬ থেকে ১৮টি আসন।

উত্তরপ্রদশে বিজেপি ৬৮ থেকে ৭২টি আসনে জয়লাভ করতে পারে। এই রাজ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১ থেকে ২টি আসন। সমাজবাদী পার্টি পেতে পারে বাকি আসন।

এদিকে মহারাষ্ট্রে বিজেপি-শিণ্ডে জোটের ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৮টি আসন। এদিকে এনসিপি, কংগ্রেস ও উদ্ধব ঠাকরের মহাবিকাশ অঘাড়ির ঝুলিতে যেতে পার ১৮ থেকে ২২টি আসন।

এদিকে সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৮ থেকে ২০টি আসন। তৃণমূল পেতে পারে ২০ থেকে ২২টি আসন।

আরও পড়ুন : ফের আধার সংযুক্তিকরণ নিয়ে বড় ঘোষণা করল মোদী সরকার !

এদিকে ঝাড়খণ্ডে বিজেপি নাকি পেতে পারে ১০ থেকে ১২টি আসন। জেএমএম এবং কংগ্রেসের জোট পেতে পারে ২ থেকে ৪টি আসন।

রাজস্থানে বিজেপির ঝুলিতে যেতে পারে ২০ থেকে ২২টি আসন। কংগ্রেস পেতে পারে মাত্র ৩ থেকে ৫টি আসন।

অপরদিকে দক্ষিণের তেলাঙ্গানায় কেসিআর-এর বিআরএস পেতে পারে ৯ থেকে ১১টি আসন। বিজেপি পেতে পারে ৩ থেকে ৫টি আসন। সমীক্ষা অনুযায়ী, এই রাজ্যে কংগ্রেসও পেতে পারে ২ থেকে ৩টি আসন।

এদিকে জনমত সমীক্ষার দাবি, মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ২২ থেকে ২৪টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৭টি আসন।

এদিকে সমীক্ষা বলছে, ছত্তিশগড়ে বিজেপির ঝুলিতে যেতে পারে ৬ থেকে ৮টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টি আসন।

ওড়িশায় বিজেপি পেতে পারে ৬ থেকে ৮টি আসন। নবীন পট্টনায়েকের বিজেডি জিততে পারে ১২ থেকে ১৪টি আসনে। এদিকে কংগ্রেসেরও খাতা খুলতে পারে এই রাজ্যে।

অপরদিকে অন্ধ্রে ওয়াইএসআরসিপি পেতে পারে ২৪ থেকে ২৫টি আসন। টিডিপি-র ঝুলিতে যেতে পারে শূন্য থেকে ১টি আসন। অপরদিকে কর্ণাটকে বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৭টি আসন। কংগ্রেস জিততে পারে ১০ থেকে ১২টি আসন।

সমীক্ষা অনুযায়ী, তামিলনাড়ুতে ডিএমকে ১৮ থেকে ২২টি আসনে জয়লাভ করতে পারে। কংগ্রেস জিততে পারে ৮ থেকে ১০টি আসনে। এআইএডিএমকে জিততে পারে ৫ থেকে ৮টি আসনে।

ওদিকে গুজরাটে ২৬টির মধ্যে সবকটি আসনই পেতে পারে বিজেপি। কংগ্রেস ও আম আদমি পার্টিল ঝুলি শূন্য থাকবে এই রাজ্যে

হরিয়ানায় বিজেপি পেতে পারে ৬ থেকে ৮টি আসন। কংগ্রেস জিততে পারে ১ থেকে ৩টি আসনে। হিমাচলে বিজেপি ৩ থেকে ৪টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে শূন্য থেকে ১টি আসনে।

এছাড়া উত্তরাখণ্ডে বিজেপি পেতে পারে ৪ থেকে ৫টি আসন। কংগ্রেসের খাতা খুললেও খুলতে পারে এই রাজ্যে।

এদিকে সমীক্ষা অনুযায়ী, গোয়ায় ১ থেকে ২টি আসনে জিততে পারে গেরুয়া শিবির। হাত শিবিরের ঝুলিতে একটি আসন আসলেও আসতে পারে এই রাজ্যে।

এদিকে জম্মু ও কাশ্মীরে বিজেপি পেতে পারে ২ থেকে ৩টি আসন। কংগ্রেস পেতে পারে শূন্য থেকে ১টি আসন। ন্যাশনাল কনফারেন্স জিততে পারে ২ থেকে ৩টি আসনে।

পঞ্জাবে বিজেপি জিততে পারে ১ থেকে ৩টি আসনে। আম আদমি পার্টির ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৬টি আসন। এদিকে কংগ্রেস সেই রাজ্যে পেতে পারে ৩ থেকে ৫টি আসন। অকালি দলের ঝুলিতেও আসতে পারে ১ থেকে ৩টি আসন।

অসমে বিজেপি ৮ থেকে ১০টি আসনে জিততে পারে, কংগ্রেস জিততে পারে ৩ থেকে ৪টি আসনে। উত্তরপূর্বের বাকি সব রাজ্য মিলিয়ে বিজেপির ঝুলিতে আসতে পারে ৪ থেকে ৬টি আসন। কংগ্রেস জিততে পারে ২ তেকে ৪টি আসনে।

আরও পড়ুন : চোর মুক্ত বাংলা গড়ার ডাক দিল বঙ্গ বিজেপি !

এদিক কেরলে এবার খাতা খুলতে পারে বিজেপির। সমীক্ষা অনুযায়ী, কেরলে ১ থেকে ২টি আসন জিততে পারে বিজেপি। সিপিএম জিততে পারে ২ থেকে ৩টি আসনে। অপরদিকে কংগ্রেস পেতে পারে ১১ থেকে ১৩টি আসন।

দিল্লিতে বিজেপি পেতে পারে ৬ থেকে ৭টি আসন। আম আদমি পার্টি পেতে পারে শূন্য থেকে ১টি আসন।

সমীক্ষা অনুযায়ী, সব মিলিয়ে বিজেপি ও তার শরিক দলগুলি দেশে ২৮৫ থেকে ৩২৫টি আসন জিততে পারে। ম্যাজিক ফিগার পার করতে পারে গেরুয়া শিবির। কংগ্রেস ও তার জোট শরিকরা ১১১ থেকে ১৪৯টি আসনে জয়লাভ করতে পারে। অপরদিকে আঞ্চলিক এবং অন্যান্য দলগুলি মিলিয়ে ৯১ থেকে ১২৫টি আসন দখল করতে পারে বলে দাবি করছে এই সমীক্ষা।#End

আরও পড়ুন : রাজ্যপাল ‘পদ্মপাল’ ! বেনজির আক্রমণ কুণালের

আরও পড়ুন : কত টাকা ভাতা পান পঞ্চায়েত সদস্যরা ? জানুন সরকারী তথ্য

আরও পড়ুন : মোদীর আমলে নজির ! একলাফে রেকর্ড ভাঙল শেয়ার বাজার

আরও পড়ুন : এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ৭৫ !

আরও পড়ুন : বন্ধ হয়ে যাবে রেশন ! যদি থাকে এই সব জিনিষ

আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন

 

আরো পড়ুন :- ইউপিআই ব্যবহারে নয়া রেকর্ড ! আপনি কি করছেন ?

আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি

আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে

আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি

বিশেষ দ্রষ্টব্য :- ” আমাদের কাছে আপনার ও আপনার সময়ের দাম রয়েছে , তাই আমরা আমাদের লাভের জন্য অযথা খবর বড় করি না , আমরা দিয়ে থাকি আপনাদের পয়েন্টের খবর। যাতে আপনার সময় নষ্ট না হয়। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লাগছে তা নিচে কমেন্টে জানান। যদি এই রকম শর্ট নিউজ আরো বেশি করে দেখতে চান তবে like করুন ও কমেন্টে YES লেখে আমাদের জানান। আর অবশই আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল ফলো করুন।” ‘ধন্যবাদ’

আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে

আরও পড়ুন : মন্দিরে নিষিদ্ধ RSS ! জোর বিতর্ক

আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !

এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন