Bangla News Dunia, Pallab : হাওড়া-খড়্গপুর ডিভিশনে আগামী ১৯ দিনে দুই শতাধিক লোকাল ট্রেন, দূরপাল্লার ট্রেন বাতিল। এক দিনে নয়, তবে দফায় দফায় এই ট্রেন বাতিল। ৩০ এপ্রিল অর্থাৎ আগামিকাল থেকে ১৮ মে পর্যন্ত, ১৯ দিন ধরে বাতিল থাকবে একাধিক ট্রেন, যাত্রাপথও পরিবর্তন হবে বেশ কিছু ট্রেনের। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের সাঁতরাগাছি স্টেশনে আধুনিকীকরণ এবং নন-ইন্টারলকিং-র কাজ চলবে। তাই এই সিদ্ধান্ত। এই সময়ে খড়্গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে প্রায় দুই শতাধিক লোকাল ট্রেন, প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে। মার্চেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল দক্ষিণ পূর্ব রেল।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়
ফের একবার মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১৮ মে-র মধ্যে প্রায় ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। সময় পরিবর্তন করা হচ্ছে ১৫টি এক্সপ্রেস ট্রেন ও লোকালের। এক্সপ্রেস মিলিয়ে প্রায় ২৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। এ ছাড়াও ৩০ এপ্রিল থেকে ১৮ মে-র মধ্যে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ১৭ মে সর্বাধিক ৫৮টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, ১১ মে ৩৬টি এবং ১৮ মে ৩২টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। তবে ১২ থেকে ১৪ মে লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য