আচমকা ঝিলমের জল ছাড়ল ভারত, ডুবতে বসেছে পাকিস্তান

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শনিবার ভারত উরি বাঁধের জল ছেড়ে দেওয়ায় ঝিলম (বিতস্তা) নদীতে বেড়েছে জলস্তর। এর ফলে পাকিস্তানের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এর বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে বলে খবর। পাক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পিওকে-র মুজফ্ফরাবাদের কাছে নদীতে হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়েছে। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। যার জেরে সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেখানকার হাট্টিয়ান বালা গ্রামের মানুষকে দ্রুত নিরাপদস্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

পাকিস্তানের অভিযোগ, তাদের না জানিয়েই ঝিলম নদীতে জল ছাড়া হয়েছে। এটা আন্তর্জাতিক নিয়ম এবং জল চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। যদিও ভারতের তরফে এবিষয় কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। পহলগামে জঙ্গি হামলার পর ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে। ভারত সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ত্যাগ না করা পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে। সিন্ধু জলবণ্টন চুক্তির শর্ত অনুসারে, ভারত বা পাকিস্তান কেউ বাঁধের জল ছাড়তে চাইলে নির্দিষ্ট সময় হাতে রেখে অপর পক্ষকে সতর্ক করতে হবে।

আগে না জানিয়ে বাঁধের জল ছাড়া চুক্তির শর্ত লঙ্ঘনের সমান। ঝিলম নদীর জলস্তর  বৃদ্ধির ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে এই অভিযোগ করছে পাকিস্তান। কিন্তু কয়েকদিন আগেই ভারত সেই চুক্তি স্থগিত করায় শর্ত মানার  বাধ্যবাধকতা নেই ভারতের।

আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন : অস্ত্রোপচার নাকি হোমিওপ্যাথি ? জানুন কোন পথে টিউমার থেকে স্থায়ী সমাধান

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন