Bangla News Dunia, Pallab : বঙ্গে এখনও সক্রিয় রয়েছে বর্ষা। মাঝে বৃষ্টি খানিকটা কমলেও রবিবার থেকে হবে হাওয়া বদল (Weather Update)। উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুন : জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত, সাধারণ মানুষের জন্য কী অপেক্ষা করছে ?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও মাঝে মঙ্গলবার বৃষ্টি নিয়ে তেমন কোনও সতর্কতা নেই। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া শুক্র ও শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ জারি থাকবে।
অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal)একাধিক জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এদিন ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কিছু অংশে। মঙ্গল ও বুধবারও কমবেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস।