আজব কান্ড , মুহূর্তের জন্য ছায়াহীন শহর কলকাতা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : আজগুবি নয়, সত্যিকারের কথা। এদিন কলকাতা শহর থেকে আচমকাই উধাও হল ছায়া। গাড়ি-বাড়ি, রাস্তায় হেঁটে যাওয়া মানুষ। সবই আছে। আছে কাঠফাটা রোদ্দুরও। কয়েক মুহূর্তের জন্য কোনও কিছুরই ছায়া দেখা গেল না কলকাতার রাস্তায়। ভাবছেন ম্যাজিক ? অলৌকিক কাণ্ড ? দু’টোর কোনওটাই নয়।

আসলে ছায়া উধাও হয়ে যাওয়ার ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলে জিরো শ্যাডো ডে। কী এই জিরো শ্যাডো ডে ? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিরল দিন গুলিকে বলা হয় ছায়াশূন্য দিবস। মাথার উপর সূর্য থাকা সত্ত্বেও রাস্তায় কোনও জিনিসেরই ছায়া পড়ে না। ভৌগলিক অবস্থানের নিরিখে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিন ঠিক দুপুরবেলা সূর্য একেবারে মাথার উপর থাকে। কারণ সূর্যের অবস্থানের নিরিখে মাটিতে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বা বস্তর ছায়া উল্লম্বভাবে নীচে পড়ে। ফলে সেটি আর দেখা যায় না।

avilo construction

রবিবার বেলা ১১টা মিনিট নাগাদ এই বিরল মুহূর্তের সাক্ষী হয় কলকাতা। কয়েক মিনিটের জন্য কলকাতা থেকে উধাও হয়ে গিয়েছিল ছায়া। অনেকেই এটিকে অলৌকিক কাণ্ড হিসেবে তকমা দিয়েছে। পৃথিবী একটি অক্ষের উপর ভর করে সূর্যের চারদিকে ঘোরে। এবং আরও একটি অক্ষের উপর নিজের চারপাশে ঘোরে। এই দুই অক্ষ পরস্পরের থেকে সাড়ে ২৩ ডিগ্রি হেলে রয়েছে। ২২ ডিসেম্বর থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ। মকরক্রান্তি রেখা ধীরে ধীরে মাথার উপর আসে। আবার ২১ জুন থেকে শুরু হয় সূর্যের দক্ষিণায়ণ। কর্কটক্রান্তি রেখা বরাবর সূর্য ধীরে ধীরে মাথার উপর আসে। পৃথিবীর এক একটি জায়গায় সূর্য দিনের কোনও নির্দিষ্ট সময়ে মাথার উপর অবস্থান করে। ফলে ছায়াশূন্য দিবসের সৃষ্টি হয়।

পৃথিবীতে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে বসবাসকারী মানুষ, বছরে দু’ বার জিরো শ্যাডো ডে উপভোগ করতে পারেন। আগামী ৭ জুলাই ফের অভিজ্ঞতার সাক্ষী হবে কলকাতা শহর। সেদিনও দুপুরবেলা কিছুক্ষণের জন্য কোনও বস্তু বা ব্যক্তির ছায়া উধাও হয়ে যাবে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন