আজ ইডেনে KKR-এর ম্যাচ দেখে কীভাবে বাড়ি ফিরবেন? মেট্রোর সময়সূচি দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতা মেট্রো আইপিএলপ্রেমীদের জন্য বিশেষ মিড-নাইট মেট্রো পরিষেবা চালুর ঘোষণা করেছে। ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল টি-টোয়েন্টি ম্যাচ শেষ হওয়ার পর, দর্শকদের যাতায়াত সুবিধার জন্য এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) এবং মেসার্স গেম প্ল্যান স্পোর্টস প্রাইভেট লিমিটেডের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোথা থেকে মিলবে টিকিট?
এই বিশেষ মেট্রো পরিষেবার টিকিট কেবলমাত্র ওল্ড এসপ্ল্যানেড ও নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে কেনা যাবে। যাত্রীরা স্মার্ট কার্ড, টোকেন এবং কাগজ ভিত্তিক QR টিকিটের মাধ্যমে যাত্রা করতে পারবেন। তবে, এই পরিষেবার জন্য স্বাভাবিক ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটে ১০ টাকা সারচার্জ ধার্য করা হয়েছে।

বিশেষ মেট্রো পরিষেবার সময়সূচি:
নীল লাইন (ব্লু লাইন) পরিষেবা:
দক্ষিণেশ্বরমুখী:
এসপ্ল্যানেড থেকে রাত ১২:০০ টায়
দক্ষিণেশ্বর (আগমন ১২:৩৩ টায়)
পথে সমস্ত স্টেশনে থামবে

আরও পড়ুন:- বিরাট সুখবর! রাজ্যে ৮২৫৬ শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা। আবেদন চলছে অনলাইনে

কবি সুভাষমুখী:
এসপ্ল্যানেড থেকে রাত ১২:০০ টায়
কবি সুভাষ (আগমন ১২:৩৩ টায়)
পথে সমস্ত স্টেশনে থামবে

গ্রীন লাইন-২ পরিষেবা:
হাওড়া ময়দানমুখী:
এসপ্ল্যানেড থেকে রাত ১২:০০ টায়
হাওড়া ময়দান (আগমন ১২:০৮ টায়)

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ আশা করছে যে, এই বিশেষ পরিষেবার মাধ্যমে আইপিএলপ্রেমীরা সহজেই বাড়ি ফিরে যেতে পারবেন এবং রাতের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

আরও পড়ুন:- চোখের পলকেই পেট্রোল পাম্পে এভাবেই বোকা বানানো হয়, কিভাবে কারচুপি ধরবেন? জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন