Bangla News Dunia,শারদীয়া রায়: – আজ গুরুপূর্ণিমায় বিশ্ববাসী প্রত্যক্ষ করলো উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। এটি এই বছরের তৃতীয় গ্রহণ। একই সাথে দ্বিতীয় চন্দ্রগ্রহণ। এর আগে, ৫ জুন বছরের প্রথম গ্রহণ হয়। সেটিও ছিল চাঁদের উপচ্ছায়া গ্রহণ। রাত ১০টা ৩৭ থেকে রাত ২টো ৪২ পর্যন্ত স্থায়ী ছিল এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু জায়গা থেকে দেখা গিয়েছিলো এই গ্রহণ। এই গ্রহণের বিষয়ে জোত্যির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে রাতে চাঁদকে স্বাভাবিকের তুলনায় সামান্য অন্ধকারাছন্ন মনে হতে পারে। কারণ প্রদক্ষিণ করার সময় চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়বে। এই ঘটনা এতো সূক্ষ যে অধিকাংশ মানুষের চোখে পড়বে না। এরপর ২১ জুন বিশ্ব প্রত্যক্ষ করেছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ।
আজকের আষাঢ়ে পূর্ণিমার দিনটি গুরুপূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবেও পালিত হয়। এই নিয়ে তৃতীয়বার আষাঢ় মাসের পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হলো। এর আগে, ২০১৮ ও ২০১৯ সালেও একইভাবে আষাঢ়ি পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হয়েছিল। উপচ্ছায়া চন্দ্রগ্রহনে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশ (পেনাম্ব্রা) দিয়ে পার করে। এক্ষেত্রে, চাঁদের ঔজ্জ্বল্য কিছুটা কমে যায় মাত্র। তবে চাঁদ ভালভাবেই দেখা যায়।
অন্যদিকে পূর্ণ বা আংশিক চন্দ্রগ্রহনে এর বিপরীত ঘটনা ঘটে। চাঁদ যদি পৃথিবীর মূল ছায়াস্থলের (আম্ব্রা) মধ্য দিয়ে পার করে, তাহলে পূর্ণ বা আংশিক চন্দ্রগ্রহণ হয়। পৃথিবী থেকে চাঁদের পুরোটা বা আংশিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এইদিন ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হয় সকাল ৮.৩৮ মিনিটে এবং শেষ হয় সকাল ১১টা ২১ মিনিটে। আকাশ মেঘাছন্ন থাকায় দিনের বেলা, ভারত থেকে তা প্রত্যক্ষ করা যায়নি। তবে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের অধিবাসীরা এই চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছেন।
Highlights
১. আজ গুরুপূর্ণিমা।
২. দ্বিতীয়বার দেখা গেলো উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
৩. এর আগে বিশ্ববাসী চন্দ্রগ্রহণের সাথে বলয়গরা সূর্যগ্রহণ দেখার সুযোগ পেয়েছিলো।
৪. ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হয় সকাল ৮.৩৮ মিনিটে এবং শেষ হয় সকাল ১১টা ২১ মিনিটে
#Penumbral Lunar Eclipse | #Kolkata | #Chandragrahan