আজ গুরু পূর্ণিমার শুভ যোগ ! ভাগ্য খুলবে ৩টি রাশির

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে , আজ পালিত হচ্ছে গুরু পূর্ণিমা উৎসব। পৌরাণিক কাহিনি অনুসারে, মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটিতে উৎসব পালিত হয়ে আসছে। তাই এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। গুরু পূর্ণিমার পূজার শুভ সময় ২ জুলাই রাত ৮:২১ মিনিট থেকে শুরু হয়ে ৩ জুলাই বিকাল ৫:০৮ মিনিট পর্যন্ত চলবে। যদি উদয়তিথি বিবেচনা করা হয়, তবে পূজার শুভ সময় হবে ৩ জুলাই।

জ্যোতিষ শাস্ত্র মতে, এবার গুরু পূর্ণিমার গ্রহ গুলির বিশেষ সংযোগের ঘটনা ঘটছে।  আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি এবারের গুরু পূর্ণিমায় উপকৃত হবেন —

আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির

১. মিথুন রাশি :- এই রাশির মানুষেরা কর্মজীবনের দিক থেকে সাফল্য পাবেন। খরচ কম হবে এবং ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পারিবারিক সমস্যা থেকেও মুক্ত থাকবেন। এই সময়ে আপনি সুখবরও পেতে পারেন। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সহযোগিতা পাবেন।

 

niladri-misra

 

২. সিংহ রাশি :- এই রাশির মানুষের অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। চাকরিতে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি খুঁজছেন এমন ব্যক্তিদের জন্যও সময় ভালো। কথায় মাধুর্য থাকলে কঠিন কাজও সম্পন্ন হবে।

৩. ধনু রাশি :- এই সময় এই রাশির জন্য সাফল্যের নতুন পথ খুলবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। সম্পত্তিতে বিনিয়োগের জন্যও এটি উপযুক্ত সময়। আপনি গাড়ি-বাড়ি কেনার আনন্দ পেতে পারেন। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা সেই সব ছাত্ররা এই সময়ে কিছু সুখবর পেতে পারেন।

আরো পড়ুন :- নক্ষত্র পরিবর্তন করেছেন দেব গুরু ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির

আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন