আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব , জানুন দিনটির মাহাত্ব

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : ক’দিন পরেই পুরীতে পালিত হবে রথযাত্রা। রথযাত্রার অংশ হল স্নানযাত্রা উৎসব। স্নানযাত্রা উৎসবে প্রতি বছর একশো আট ঘটি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এই বছর ১৪ জুন অর্থাৎ আজকে পালিত হচ্ছে স্নানযাত্রা উৎসব। কিন্তু এই রথযাত্রার আগে পালিত হয় স্নানযাত্রা উৎসব। জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষ্যে ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। এই সময় মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হয় না কোনও দর্শনার্থীকে।

বলা হয়, এই তিথিতেই মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথদেব৷ এই বছর ১৪ জুন অর্থাৎ আজকে পালিত হচ্ছে স্নানযাত্রা উৎসব। এই দিন স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। শাস্ত্র অনুসারে, স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠমাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভ‌ু মনুর ‌যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ। এই তিথিকে জগন্নাথদেবের জন্মদিন হিসেবে ধরা হয়। এই স্নানযাত্রা উপলক্ষ্যে সোমবার থেকেই বন্ধ রয়েছে জগন্নাথদেবের দর্শন।

avilo construction

প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় স্নানযাত্রার রীতি পালিত হয়। স্নানযাত্রা শুরুর আগে রত্নবেদীতে থাকেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। তারপরে তাঁদের নিয়ে স্নানবেদীতে যাওয়া হয়। সেখানে গিয়ে মঙ্গল আরতি করা হয়। সূর্য পুজোর পরে তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়।

কথিত রয়েছে, স্বয়ং জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে, মহাস্নানের পর তাঁর অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। স্নানযাত্রার পর থেকে ১৫ দিনের জন্য পুরীর মন্দিরের দরজা জনসাধারণের জন্য বন্ধ থাকে। সমস্ত দেবদেবীরা যাতে জগন্নাথের এই স্নানযাত্রা ভালভাবে দেখতে পান তার জন্যই এমন ব্যবস্থা নিয়েছিলেন তিনি। স্নানযাত্রার সময় সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথদেবের সঙ্গে বলরাম ও সুভদ্রাকে নিয়ে আসা হয় স্নানমঞ্চে। স্নানমঞ্চে নিয়ে যাওয়ার সময় চামর ও তালপাতা দিয়ে বাতাস করা হয়।

কথিত আছে স্নানযাত্রা পর জগন্নাথদেবের জ্বর হয়। জ্বর সারাতে নানা ধরণের মিষ্টান্ন ভোগ দেওয়া হয়। স্নানযাত্রার পর যখন নবমূর্তিতে নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন জগন্নাথদেব। এই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন