রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ, ১২ই আগস্ট, ২০২5-এ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২৬শে আগস্ট, ২০২৫ তারিখ ধার্য করেছে।
আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো
শুনানির দিনের ঘটনাপ্রবাহ
এদিন দুপুর ২টোয় মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই। এর ফলে বিচারপতিরা শুনানি মুলতুবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন।
আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
কর্মীদের প্রতি বার্তা
ডিএ মামলার সাথে যুক্ত কর্মচারীদের মতে, “রাজ্য সরকারের এই গড়িমসি আমরা প্রথম থেকেই দেখে আসছি। তারা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়ব না। আমাদের লড়াই চলবে।”