Bangla News Dunia , S. Datta Roy :- দীর্ঘদিন ধরেই সমগ্র বিশ্ব করোনা জ্বরে জর্জরিত। করোনার সংক্রমণ ঠেকাতেই এদেশেও গত ২৩ মার্চ থেকে টানা লকডাউন চলছে আর সেই সঙ্গে চলছে নিরন্তর গবেষণা ,কি করে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায়। পুরোনো নানা ওষুধপত্র দিয়ে ক্রমাগত চেষ্টা চলছে। পশ্চিমবঙ্গ সরকার অনেকদিন আগেই করোনা আক্রান্ত যেসব ব্যক্তিরা সুস্থ হয়েছে তাদের শরীরের প্লাজমা নিয়ে অন্য করোনা আক্রান্তদের সুস্থ করার কথা বলেছিলো। অবশেষে আজ সোমবার থেকে প্লাজমা থেরাপি শুরু হতে চলেছে এ রাজ্যে ।
আরো পড়ুন :- রাজ্যে শুরু হল সেন্টিনেল সার্ভে
আমেরিকা ও চীনে বেশ কয়েকটি জায়গায় প্লাজমা থেরাপিতে সাফল্য লাভ হয়েছে। আইসিএমআর (ICMR) – এর উদ্যোগে বর্তমানে ২০ টি চিকিৎসা কেন্দ্রে প্লাজমা থেরাপির ট্রায়াল চলছে। করোনা আক্রান্ত থেকে সেরে ওঠা মানুষদের রক্তের প্লাজমায় করোনা প্রতিরোধের এন্টিবডি মজুত আছে। তাই আজকে কলকাতা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এরকম ৩ জনকে ডাকা হয়েছে। আপাতত এই ৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ৫০০ মিলিলিটার প্লাজমা সবার থেকে নেওয়া হবে।
আরো পড়ুন :- জীবাণুনাশক স্প্রে নিয়ে সতর্কবার্তা হু এর
এর মধ্যে আছে স্কটল্যান্ড ফেরত মনামি বিশ্বাস।তিনি হাবড়ার বাসিন্দা। এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (IICB) -র গবেষক দীপ্যমান গাঙ্গুলি।
Highlights
- আজ সোমবার থেকে প্লাজমা থেরাপি শুরু হতে চলেছে এ রাজ্যে ।
- আজকে কলকাতা মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্টে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে এরকম ৩ জনকে ডাকা হয়েছে।
- ৫০০ মিলিলিটার প্লাজমা সবার থেকে নেওয়া হবে।