Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- আজ ঋতুমতি হল পৃথিবী মা। আজ থেকে শুরু ধরিত্রী মায়ের ঋতুকাল৷ ভাবছেন এ কী কথা বলছি ? বলছে ভারতীয় শাস্ত্র৷ আজ ৭ই আষাঢ় আর আজ থেকেই শুরু হয়ে গিয়েছে সনাতন হিন্দুধর্মের প্রাচীন পার্বন অম্বুবাচী৷ হ্যাঁ পার্বনের নাম আপনারা সকলেই শুনেছেন। জানেন কী এই অম্বুবাচী কেন পালন করা হয় ? এর নেপথ্যে কোন ধারণা রয়েছে ?
অম্বুবাচী শব্দটি অমাবতী থেকে এসেছে৷ এই পার্বণকে ঘিরে রয়েছে ধর্মীয় বিশ্বাস৷ প্রকৃতি দেবীর আরাধনা করা হয় এই পার্বণের মাধ্যমে। বিশ্বাস এটাই এই সময় ঋতুমতি হয় ধরিত্রী মা বা পৃথিবী৷ তিন দিন ধরে চলে এই ঋতুকাল৷ তাই তো এসময়ে ধরিত্রীর ওপর জ্বালানো হয় না কাঠ, আগুন৷ এমনকি চাষবাষের কাজও বন্ধ রাখা হয়৷ আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদের শুরুতে অম্বুবাচী শুরু হয়৷ মূলত সন্ন্যাসী ও বিধবারা পালন করে থাকেন এই নিয়ম। ফল, চিড়ে, সাবু আহার করেন।
অম্বুবাচীতে পুজো হয় কামাখ্যা মায়ের মন্দিরে৷ অম্বুবাচী থেকে পরের তিন দিন বন্ধ থাকে মন্দিরের দরজা৷ সমাজে ঋতুস্রাব নিয়ে নানান কুসংস্কার প্রচলিত রয়েছে৷ প্রত্যন্ত গ্রামে এখনও দেখা যায় এসময়ে মেয়েদের পরিবারের আলাদা করে রাখা হয়৷ কিন্তু অম্বুবাচীতে যেজন্য এত নিয়ম পালন করা হয়৷ তবে ধরিত্রী মাতার কষ্ট লাঘব করার চেষ্টা৷ শাস্ত্র যদি এমন বিধি দিয়ে এসেছে তাহলে ঋতুমতি সব মেয়েদের ক্ষেত্রে যত্নশীল হওয়া উচিত সমাজের।
” আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল “