Bangla News Dunia, Pallab : শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চাকরি দুর্নীতি, ওয়াকফ বিক্ষোভ নিয়ে যখন শোরগোল বাংলায়, বৃহস্পতিবার হঠাৎই এই খবর দারুণ সাড়া ফেলে দেয় রাজ্য-রাজনীতিতে। এদিন বিকেল সাড়ে ৫টায় বিয়ের সময় স্থির হয়েছে। দিলীপের মা সহ অন্য পরিজন এবং পাত্রী রিঙ্কু মজুমদারের পরিজনরা থাকবেন অনুষ্ঠানে। তবে আড়ম্বরহীন অনুষ্ঠান হবে বলে খবর।
আরও পড়ুন : জয় বাংলা পেনশন স্কিমে মাসে ১০০০ টাকা করে পাবেন । কিভাবে আবেদন করবেন জেনে নিন
এদিকে দিলীপের বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছার ঢল নেমেছে। বিজেপির (BJP) নেতারা এদিন দল বেঁধে তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) থেকে শুরু করে মহিলা মোর্চার সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়রা। এদিন সকালে প্রথমে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় পৌঁছান দিলীপের বাড়িতে। তাঁকে শুভেচ্ছা জানান। প্রণাম করেন বিজেপির নেতার মা পুষ্পলতাকে। পরে মঙ্গল পাণ্ডে সহ অন্যান্য বিজেপি নেতাদের একে একে ঢুকতে দেখা যায়।
এদিন দিলীপের বাড়ি থেকে বেরিয়ে সুকান্ত বলেন, ‘দিলীপদার বিয়েতে অস্বাভাবিক কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন আপনারা। যাঁরা রাজনীতিতে থাকেন, সামাজিক জীবনে থাকেন, তাঁদের সমাজের কাজ এবং রাজনীতির কাজ করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। দিলীপদা এবং নববধূর আগামী জীবন শুভ হোক। দলের তরফে আমরা ওঁদের শুভেচ্ছা জানিয়েছি। এটা ওঁদের ব্যক্তিগত পরিসর। সেখানে কারও না ঢোকাই ভালো।’