Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজ, বুধবার পেশ হতে চলেছে রাজ্যের 2025-2026 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট ৷ চলতি বছর দেশের 18টি রাজ্যের আর্থিক পরিস্থিতির ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করেছে নীতি আয়োগ। 2022-2023 আর্থিক বছরের নিরিখে প্রকাশিত ওই রিপোর্টে অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিতে তালিকার শীর্ষে রয়েছে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশা। কিন্তু, ওই তালিকায় এ বঙ্গের স্থান হয়েছে 16 নম্বরে। অর্থাৎ, অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিতে বাংলার স্থান তালিকার শেষ থেকে তৃতীয় ৷ বাংলার পরে ওই তালিকায় রয়েছে অন্ধ্র আর পঞ্জাব ৷
কিন্তু, আগামী বছরের বিধানসভা ভোটের আগে দুর্বল আর্থিক পরিস্থিতিতেও প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জের মুখোমুখি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ সামাজিক উন্নয়নে সরকারি অনুদান বাড়িয়ে কোষাগারে টান পড়লেও ভোটে তার সুফলের প্রমাণ মিলেছে ৷ তাই সরকারি অনুদানে বড় বরাদ্দ রাখতেই হবে রাজ্য সরকারকে ৷ এর পাশাপাশি রয়েছে স্বাস্থ্য, পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্রে বাধ্যতামূলক বরাদ্দের দায়।
দীর্ঘকালীন আর্থিক বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী সম্পদ তৈরিতে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রেখে রাজ্যের রাজস্ব ও রাজস্বের কতটা ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে, তার সামঞ্জস্য থাকা জরুরি ৷ এর উপর কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল বকেয়া বঙ্গ বাজেটের প্রত্যাশা ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাড়তি চাপ সৃষ্টি করছে ৷ রাজ্যের এক প্রশাসনিক কর্তার দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য, বকেয়া 1 লক্ষ 70 হাজার কোটি টাকারও বেশি ৷
পশ্চিমবঙ্গের রাজস্ব প্রাপ্তি বৃদ্ধির হার: পশ্চিমবঙ্গের অর্থ দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, 2024-25 অর্থবর্ষের জন্য মোট রাজস্ব প্রাপ্তি হবে 2,36,251 কোটি টাকা, যা 2023-24 সালের সংশোধিত অনুমানের তুলনায় 13.22 শতাংশ বেশি৷ কয়েক বছর ধরে রাজ্যের রাজস্ব সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরের মধ্যে রাজস্ব প্রাপ্তির সর্বোচ্চ বৃদ্ধি দেখা গিয়েছিল 2021-2022 বাজেট বছরে (178159.35 কোটি রাজস্ব) যা তার আগের বছরের তুলনায় 20.06 শতাংশ বৃদ্ধির প্রমাণ।
রাজ্যের নিজস্ব কর-রাজস্ব: 2024-25 অর্থবর্ষে রাজ্যের নিজস্ব কর রাজস্ব সংশোধিত অনুমান 2023-24 বাজেট থেকে 10.36% বৃদ্ধি পেয়েছে। 2023-24 বছরের জন্য রাজ্যের নিজস্ব কর-রাজস্ব সংগ্রহ হল 92742.17 কোটি টাকা এবং 2024-25-এর বাজেট অনুমান হল 102348.92 কোটি টাকা৷
রাজ্যের নিজস্ব কর, রাজস্ব সংগ্রহ 2010-11 সালে ছিল 21128.74 কোটি টাকা ৷ 2022-23 সালে রাজ্যের নিজস্ব কর, রাজস্ব সংগ্রহের পরিমাণ 83608.56 কোটি হয়েছে। অর্থাৎ, রাজ্যের নিজস্ব কর-রাজস্ব সংগ্রহ 2010-11 থেকে 2022-23 সময়ের মধ্যে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
2022-23 সালে রাজ্যের মোট রাজস্ব প্রাপ্তির শেয়ারে রাজ্যের নিজস্ব কর-রাজস্ব স্পষ্টভাবে প্রাধান্য পেয়েছে। রাজ্যের নিজস্ব কর-রাজস্ব সংগ্রহ 2010-11 সালে 21128.74 কোটি থেকে বেড়ে 2022-23 সালে 83608.56 কোটি টাকা হয়েছে ৷ অর্থাৎ, রাজ্যের এই খাতে সংগ্রহ প্রায় চার গুণ বেড়েছে।
রাজ্যের নিজস্ব কর-বহির্ভূত রাজস্ব: রাজ্যের নিজস্ব কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান আগের বছরের থেকে 2024-25 সালের বাজেট অনুমানে 43.3 শতাংশ বেড়েছে। 2023-24 সালের সংশোধিত হিসাব অনুযায়ী, কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ হল 314.08 কোটি টাকা এবং 2024-25 সালের বাজেট অনুমান অনুযায়ী, কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ 6317.47 কোটি টাকা হবে।এই বাজেটের আগের হিসাব অনুযায়ী, 2024-25 সালে রাজ্যের ব্যয় (ঋণ পরিশোধ ব্যতীত) অনুমান করা হয়েছে 3,36,116.02 কোটি টাকা, যা 2023-24 সালের সংশোধিত অনুমানের তুলনায় 12.38 শতাংশ বেশি৷
রাজস্ব ঘাটতি: 2024-25 এর রাজস্ব ঘাটতির পরিমাণ জিএসডিপির (রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন) 3.6 শতাংশ (68250.16 কোটি টাকা) হয়েছে। 2023-24 সালে সংশোধিত অনুমানে রাজস্ব ঘাটতি ছিল 59305.99। ওই সংশোধিত অনুমান অনুযায়ী, এই রাজস্ব ঘাটতি জিএসডিপির 3.5 শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, গত বছরের তুলনায় রাজস্ব ঘাটতি বেড়েছে 15.08 শতাংশ। এটি 2022-23 প্রকৃত ঘাটতি থেকে 18.69 শতাংশ বেশি।
2024-25 সালে রাজস্ব ঘাটতি রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GSDP) 1.7 শতাংশ (31,952 কোটি টাকা) অনুমান করা হয়েছে, যা 2023-24 সালের রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের সংশোধিত অনুমানের সমান।
জিএসডিপি বৃদ্ধি: 2024-25 সালের জন্য পশ্চিমবঙ্গের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP) 1879453 কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে, যা 2023-24 সালের তুলনায় 10.5 শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট গত 13 বছরে প্রায় চার গুণ বেড়েছে।
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে