Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত মরসুমকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চাইছে ইস্টবেঙ্গল। আইএসএলের ভবিষ্যৎ স্পষ্ট না হলেও, মরসুমের শুরুতেই সমর্থকদের ডুরান্ড কাপটা উপহার দিতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেই ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে বুধবার ইস্টবেঙ্গল নামছে বেঙ্গালুরুর সুপার ডিভিশনের দল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। যে দলে আবার একজনও বিদেশি নেই। মঙ্গলবার ইস্টবেঙ্গল অনুশীলনে আসা টিম বাস থেকে এক এক করে নতুন বিদেশি ফুটবলাররা যখন নামছিলেন, তখন মাঠে উপস্থিত লাল-হলুদ সমর্থকরা দূর থেকে দাঁড়িয়ে যেভাবে উচ্ছাস প্রকাশ করছিলেন, তা দেখলেই বোঝা যায় এই নবাগতদের নিয়ে ইতিমধ্যেই নতুন আশার আলো দেখতে চাইছে লাল-হলুদ জনতা।
ডুরান্ডের প্রথম ম্যাচে যে প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে চলেছে ইস্টবেঙ্গল, খুব একটা কঠিন প্রতিপক্ষ না হলেও প্রথম ম্যাচের জন্য রেজিস্ট্রেশন করানো যায়নি দুই নতুন বিদেশি কেভিন সিবিলে ও মিগুয়েল ফিগুয়েরাকে। তবে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছেন, শহরে উপস্থিত লাল-হলুদের বাকি তিন বিদেশি মহম্মদ রশিদ, সল ক্রেসপো ও দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে বুধবার পাওয়া যাবে সাউথ ইউনাইটেড ম্যাচে। কিন্তু মাত্রা দু’দিন অনুশীলন করার পর আদৌ তিন বিদেশিকেই প্রথম একাদশে রাখবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
কীভাবে দেখবেন ম্যাচ?
বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচ। খেলা টিভিতে দেখতে পাবেন সোনি স্পোর্টসে। আর লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সোনি লিভ অ্যাপে।
ফিট না হওয়ায় পাওয়া যাবে না সৌভিক চক্রবর্তীকেও। তবে চোট কাটিয়ে ওঠা পিভি বিষ্ণুকে বুধবার পাওয়া যাবে বলে জানিয়েছেন লাল-হলুদ কোচ। বিদেশিদের থেকে ভারতীয় ফুটবলাররা তুলনায় ভালো অবস্থায় রয়েছেন বলেও মনে করছেন তিনি। বিদেশিহীন বেঙ্গালুরু সুপার ডিভিশনের দলের বিরুদ্ধে নামার আগেও সতর্ক অঙ্ক্যর। তার কারণ একটাই, প্রস্তুতির জন্য খুব বেশি সময় না পাওয়ায়। অস্কার বলেন, ‘এটা যদি মরসুমের মাঝপথে হত তাহলে বলতে পারতাম আমরা এগিয়ে। কিন্তু মাত্র দু’দিন হল পুরো দল একসঙ্গে হয়ে অনুশীলনে নেমেছে। স্বাভাবিকভাবেই সবার ফিটনেস লেভেল দারুণ কিছু নেই। এমন পরিস্থিতিতে সামান্যতম ভুলও করা যাবে না এই ডুরান্ড কাপে।’
প্রতিপক্ষ নিয়ে বলতে গিয়ে তিনি আরও যোগ করেন, ‘ওদের কিন্তু একাধিক তরুণ ফুটবলার রয়েছে। উদ্যম অনেক বেশি থাকবে। আমাদের থেকে অনেক বেশি দিন অনুশীলন করেছে একসঙ্গে। তাই হালকাভাবে নেওয়া ভালো কাজ হবে না।’ সাউথ ইউনাইটেড আই লিগ দ্বিতীয় ডিভিশনে একাধিকবার প্রতিনিধিত্ব করেছে। তাদের কোচ এ কাজা মহিনুদ্দিন ভাসুদা বলেন, ‘তরুণদের নিয়ে গড়া আমাদের দল। ওদের কাছে নিজেদের মেলে ধরার জন্য এই প্রতিযোগিতা অন্যতম বড় মঞ্চ।’
আরও পড়ুন:- এখন থেকে ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, তালিকাত কোন কোন দেশ ? দেখে নিন
আরও পড়ুন:- বড় উদ্যোগ কেন্দ্রের। ১০ গ্রাম হলমার্ক যুক্ত সোনা পাবেন ৪০ হাজার টাকারও কমে।