Bangla News Dunia, Pallab : ২২ এপ্রিল অর্থাৎ আজকের এই দিনটি কিন্তু বিশেষভাবে ধার্য রয়েছে আমাদের এই পৃথিবীর জন্য। আজ ‘আর্থ ডে’ বা ‘বিশ্ব বসুন্ধরা দিবস’। তবে যে নামেই ডাকুন না কেন দিনটির তাৎপর্য কিন্তু এক ও অভিন্নই থেকে যায়। আর এই বছরে এই বিশেষ দিনটির থিম হল ‘আমাদের শক্তি,আমাদের গ্রহ’(Our Power, Our Planet)। এই থিমের মাধ্যমে সারা বিশ্বের সকল ব্যাক্তি, সম্প্রদায় ও জাতির উদ্দেশ্যে একসঙ্গে কাজ করার বার্তা দেওয়া হয়েছে যাতে এই মাত্রাছাড়া পরিবেশ দূষণ এবং বিশ্বব্যাপী উষ্ণায়নের আবহে পৃথিবীকে আরও সুন্দর এবং সকলের বাসযোগ্য করে তুলতে পারি আমরা, একত্রে। এর পাশাপাশি এবছর সৌর, বায়ু, জলবিদ্যুৎ, জোয়ারভাটা এবং ভূ-তাপীয় বিদ্যুতের মতো ‘ক্লিন এনার্জি’-র ব্যাবহারে আরও জোর দেওয়া এবং ২০৩০ সালের মধ্যে এই ধরনের শক্তির উৎপাদন ৩ গুন বৃদ্ধি করার প্রাথমিক লক্ষ্যও স্থির করা হয়েছে।
আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন
প্রসঙ্গত, নেহাতই একটি ছোট পরিবেশগত আন্দোলন হিসাবে ১৯৭০ সালে প্রথম ‘বিশ্ব বসুন্ধরা দিবস’ বা ‘আর্থ ডে’ পালন করা হয়। এই নির্দিষ্ট দিনে ‘আর্থ ডে’ উদযাপনের প্রস্তাবটি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর,গেলর্ড নেলসন। এরপর থেকেই এটি ধীরে ধীরে সারা বিশ্বজুড়ে পালিত হতে থাকে। এই ‘ছোট’ উদ্যোগটি অনুপ্রানিত করে বিশ্বের অগুনতি মানুষকে, যারা এগিয়ে আসেন আমাদের এই পৃথিবীকে ভবিষ্যতের শিশুর বাসযোগ্য করে তোলার ব্রত নিয়ে।
এবছর ১৯২ টি দেশের প্রায় ১০০ কোটি মানুষের এই বিশেষ উদ্যোগটিতে অংশগ্রহন করার কথা রয়েছে। তাঁদের তাগিদ যে একটাই, লক্ষ্যও অভিন্ন। এই বিশ্বায়নের এবং বিশ্বব্যাপী উষ্ণায়ন (Global Warming)-এর আবহেও তাঁরা এখনও স্বপ্ন দেখে পৃথিবীটাকে নতুন করে সাজাবার।।
আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি