আজ মাঝরাতে শুল্ক চাপাবেন ট্রাম্প, জানুন ভারতের উপর কি প্রভাব পড়বে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শুল্কের খাঁড়া নিয়ে আক্রমণ করতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, বুধবার ২ এপ্রিল ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে বিস্তারিত জানাবেন তিনি। বেশ কিছু দেশের ওপর চাপবে শুল্ক। তারমধ্যে বন্ধু রাষ্ট্র ভারতও আছে কিনা এখন তাই দেখার।

সারা বিশ্বের বাজারগুলি এই শুল্ক নীতিতে আতঙ্কিত রয়েছে। এর প্রভাব ভারতেও দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারত ট্রাম্পের ‘ট্যারিফ নীতি’-তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে একটি। তবে অটো, ফার্মা এবং ইলেকট্রনিক্সের মতো প্রধান খাতগুলি প্রত্যাশার চেয়ে ভাল অবস্থায় রয়েছে বলে মনে করা হচ্ছে। যেখানে এই শুল্কের সবচেয়ে খারাপ প্রভাব পড়তে পারে পোশাক খাত (টেক্সটাইল সেক্টর) এবং জুয়েলারি সেক্টরে (গহনা খাত)।

অটো-ফার্মা নয়, এখানে এই সেক্টরে প্রভাব বেশি পড়বে
এমকে রিসার্চ অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পারস্পরিক শুল্ক নীতি’-তে ভারত সবচেয়ে বেশি প্রভাবিত দেশগুলির মধ্যে একটি হতে পারে। ভারতের অটো এবং ফার্মা সেক্টরে এর সম্ভাব্য গভীর প্রভাব নিয়ে আলোচনা করা হচ্ছে, তবে আসল দুর্বলতা অন্য জায়গায়। এমকে-র মতে, মার্কিন বাজারে ভারতীয় পোশাক খাত বেশি ঝুঁকিতে রয়েছে। প্রকৃতপক্ষে, এর কারণ হল আমেরিকা বর্তমানে ভারতের টেক্সটাইল রফতানির সবচেয়ে বড় ক্রেতা এবং যেকোনও ধরনের শুল্ক এই ব্যবসার জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে।

আরও পড়ুন:- মুসলিমদের সব জমি সরকার নিয়ে নেবে? ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে জানুন

মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা এত বড়
২০২৩-২৪ সালে ভারত থেকে প্রায় ৩৬ বিলিয়ন ডলার (প্রায় ৩ লক্ষ কোটি টাকার বেশি) মূল্যের টেক্সটাইল রফতানিতে আমেরিকার অংশ ছিল প্রায় ২৮ শতাংশ বা ১০ বিলিয়ন ডলার (প্রায় ৮৫,৬০০ কোটি টাকা)। এই খাতে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য ক্রমাগত বাড়ছে।

ভারত থেকে মোট টেক্সটাইল রফতানিতে মার্কিন শেয়ার ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ সালে ২১ শতাংশ থেকে বেড়ে ২০১৯-২০ এ ২৫ শতাংশ এবং ২০২২-২৩ সালে ২৯ শতাংশ হয়েছিল। রিপোর্ট অনুসারে, আমেরিকার ৫৮% কার্পেট, ৫০% অন্যান্য তৈরি টেক্সটাইল, ৪৪% ল্যামিনেটেড টেক্সটাইল এবং প্রায় ৩৩% বোনা এবং না-বোনা টেক্সটাইল ভারত থেকে রফতানি করে।

কেন এই খাত বিপন্ন?
এখন সবচেয়ে বড় কথা হল আমেরিকায় টেক্সটাইল রফতানিতে ভারতের নির্ভরতা টেক্সটাইল আমদানিতে আমেরিকার ভারতের উপর নির্ভরশীলতার অনুপাতে নয়। এর মানে হল যে শুল্কের সরাসরি প্রভাব শুধুমাত্র ভারতের উপর হতে চলেছে। এটি এই খাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে। ২০২৪ সালে আমেরিকায় টেক্সটাইল আমদানিতে ভারতের অংশ ছিল মাত্র ৬ শতাংশ, যেখানে চিনের অংশ ছিল ২১ শতাংশ, ভিয়েতনামের ১৯ শতাংশ এবং বাংলাদেশের ৯ শতাংশ।

১০% পারস্পরিক শুল্কের উপর ভিত্তি করে অনুমান
এমকে রিসার্চের মতে, আমদানিতে ভারত কর্তৃক আরোপিত শুল্কের হার বিবেচনা করে, মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত ভারতীয় রফতানি ১০ শতাংশের অতিরিক্ত শুল্ক সাপেক্ষে হবে। ট্যারিফ সিমুলেটর দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রফতানির উপর প্রায় ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করা ভারতের আনুমানিক সিওয়াই২৬ মার্কিন রফতানি প্রায় ৫.৯ বিলিয়ন ডলার (প্রায় ৫০,৫৩৬ কোটি টাকা) কমিয়ে দেবে।

আরও পড়ুন:- এপ্রিল মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা। গ্রাহকরা কোন কার্ডে কত কিলো মাল বেশি পাবে? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন