আজ রাজ্য বাজেট, কোন খাতে বাড়বে বরাদ্দ ? দেখুন থাকছে কী কী চমক ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : বুধবার রাজ্য বাজেট (WB Budget 2025)। এদিন বিকাল ৪টায় বিধানসভায় ২০২৫–২৬ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে মন্ত্রীসভার বৈঠক রয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এটা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এবারের বাজেটে কী কী চমক থাকবে? নজর রাজ্যবাসীর।

আরো পড়ুন :- চ্যাম্পিয়নস ট্রফির আগে শক্তি হারাল ভারত, চোট নিয়ে ছিটকে যাচ্ছেন বুমরাহ ! বিকল্প কে ?

এবারের বাজেটে নতুন কোনও প্রকল্পের ঘোষণা হবে কিনা, এনিয়ে চর্চা তুঙ্গে। এর আগে ‘কন্যাশ্রী’ (Kanyashree), ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)–এর মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে তুলে ধরেছে রাজ্য। এবার নতুন কোনও চমক থাকবে কিনা, সে প্রশ্নও উঠছে। পাশাপাশি ‘স্বাস্থ্য সাথী’, ‘বাংলার বাড়ি’–র মতো প্রকল্পে বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন। সেদিকেও সরকার কোনও পদক্ষেপ করে না, প্রশ্ন জনতার।

আরো পড়ুন :- নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর ?

আগামী বছর বিধানসভা নির্বাচন (WB Assembly Election)। সে কথা মাথায় রেখে এবাররে বাজেটে বেশকিছু চমক থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে। বিভিন্ন মহলে জোর চর্চা, লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ বৃদ্ধি নিয়ে। ছয় শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা চরমে। চলতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দু’বার ডিএ (DA) বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিনের বাজেট থেকে তাই সরকারি কর্মীদের প্রত্যাশাও অনেক।

আরো পড়ুন :- পুরুষদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করছেন মুখ্যমন্ত্রী। প্রতিমাসে পাবেন 1000, 1500 টাকা! জানুন বিস্তারিত

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন