আজ রিচার্জ করুন, একবছর নিশ্চিন্তে থাকুন ! জিও নিয়ে এল কম বাজেটে সেরা প্ল্যান

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia , দীনেশ : আপনি কি প্রতি মাসে রিচার্জ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? রিচার্জের তারিখ মনে রাখতে ভুলে যাচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সংবাদ। দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবার নিয়ে এসেছে এমন একটি প্ল্যান (Jio Recharge Plan), যা আপনার সিমকে পুরো ৩৬৫ দিনের জন্য অ্যাক্টিভ রাখবে।

এক প্ল্যানেই গোটা বছরের রিচার্জে ঝামেলা শেষ

বর্তমান সময়ের দেশে প্রায় ৪৬ কোটির বেশি মানুষ জিওর সিম ব্যবহার করে। কম খরচে বেশি সুবিধা পাওয়ার জন্য এই সংস্থা আগাগোড়ায় জনপ্রিয়। আর এবার গ্রাহকদের সুবিধার্থে জিও নিয়ে এসেছে এমন একটি প্ল্যান, যা একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যাবে। এমনকি এই প্ল্যানে রয়েছে ফ্রি কল, দৈনিক ডেটা, এসএমএস এবং OTT সাবস্ক্রিপশন।

আরও পড়ুন : তীব্র গরমে হিট স্ট্রোক থেকে বাঁচার উপায়, এক ক্লিকে জেনে নিন

কী কী থাকছে এই রিচার্জ প্ল্যানে?

জিওর ৩৫৯৯ টাকার এই বাষিক রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যে সমস্ত সুবিধাগুলি পাবেন সেগুলি হল-

  • ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে, অর্থাৎ একবার রিচার্জ করলেই পুরো এক বছর নিশ্চিন্তে থাকা যাবে।
  • যেকোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। 
  • দৈনিক ১০০টি করে এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। 
  • প্রতিদিন ২.৫ জিবি করে হাই স্পিড ডেটা পাওয়া যাবে। অর্থাৎ বছরে মোট ৯১২ জিবি ডেটা মিলবে।
  • দৈনিক ডেটা শেষ হয়ে গেল ৬৪kbps স্পিডে ইন্টারনেট চলবে।
  • সবথেকে বড় ব্যাপার, যারা 5G মোবাইল ব্যবহার করেন, তারা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : স্কুলের মিড-ডে মিলের বরাদ্দ বৃদ্ধি কেন্দ্রের, মাথাপিছু কত বাড়ছে ? দেখে নিন

থাকছে OTT এবং ক্লাউড স্টোরেজের সুবিধা

এই প্ল্যানে শুধুমাত্র কলিং বা ডেটার সুবিধা নয়। বরং বিনোদনের ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ, এই প্ল্যানটিতে মিলছে জিও সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পুরো ৯০ দিনের জন্য। সাথে থাকছে জিও টিভির অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং জিও ক্লাউডের ৫০ জিবি ফ্রি স্টোরেজ। 

আরো পড়ুন : ৬ রুটে সরকারি লাক্সারি AC বাস ধর্মতলা থেকে, ভাড়াও কম, কীভাবে বুকিং? জেনে নিন

৩৯৯৯ টাকায় আরো একটি প্ল্যান

যারা আরো বেশি সুবিধা চান, তাদের জন্য ৩৯৯৯ টাকায় জিওর আরও একটি বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে ডেটা এবং OTT কন্টেন্টের পরিমাণ আরো বেশি পাওয়া যাবে। তবে ৩৫৯৯ টাকার প্ল্যানটি মূলত সাধারণ ব্যবহারকারীদের জন্য সেরা বিকল্প। 

তাই আপনি যদি প্রতি মাসে রিচার্জের ঝামেলা এড়িয়ে নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাহলে এই প্ল্যানটি একবার রিচার্জ করে দেখতে পারেন।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন