আজ লোকসভায় ওয়াকফ বিল পেশ করবে কেন্দ্র, অশান্তির আশঙ্কায় রাজধানীতে বাড়ল নিরাপত্তা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- আজ লোকসভায় পেশ হতে চলেছে ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৫। বুধবার বেলা ১২টায় বিলটি লোকসভায় পেশ করার কথা। বৃহস্পতিবার তা রাজ্যসভায় পেশ করা হতে পারে।

লোকসভা এবং রাজ্যসভার অঙ্ক বলছে, বিলটি পাশ করাতে খুব একটা কসরত করতে হবে না বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-কে। জোটসঙ্গী জেডিইউ জানিয়েছে, তারা এই বিলকে সমর্থন করছে। একই কথা জানিয়েছে টিডিপিও। অন্যদিকে, কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপির পাশাপাশি বামেরা বিলের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন:- ভারতেও ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করলেন IIT কানপুরের গবেষক

বিরোধীদের অভিযোগ, ওয়াকফ বিল সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী। বিলের বিরুদ্ধে রণকৌশল নির্ধারণে গতকাল বৈঠকে বসেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এসপি নেতা রামগোপাল যাদব, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এনসিপি (এসপি) সাংসদ সুপ্রিয়া সুলে প্রমুখ। বৈঠকে ছিলেন ডিএমকে, সিপিএম, সিপিআই, আরএসপি, আপের প্রতিনিধিরাও।

আরও পড়ুন:- এই গাছ বিক্রি করে বছরে ৬০ লাখ উপার্জন ! কেন এত দাম ? জেনে নিন

লোকসভায় বিলটি পাশ করাতে ২৭২ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বিজেপির সাংসদ সংখ্যা ২৪০, জেডিইউ-এর ১২ আর টিডিপির ১৬। এছাড়াও লোকসভায় চিরাগের দলের পাঁচ জন এবং শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)-র সাত জন সাংসদ রয়েছেন। রাজ্যসভায় এনডিএ-র ১২৫ জন সাংসদ রয়েছেন। ছ’টি আসন শূন্য রয়েছে। ফলে ১১৮ জন সাংসদের সমর্থন পেলেই সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ করাতে পারবে কেন্দ্র।

এদিকে, বিলকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, সে কথা মাথায় রেখে দিল্লি ও উত্তরপ্রদেশে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন