Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আজ ২২ অক্টোবর রবিবার জানুন আপনার আজকের দিনটি কেমন যেতে পারে।
১. মেষ রাশি :- কর্ম ব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ভালো দিন। যারা ব্যবসা করুন তারা ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারেন। কেউ যদি আপনাকে সাহায্য করে তবে আপনার উপকারী হবে। যুবক – যুবতীরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ছোট খাটো সমস্যা ছাড়া শরীর ভালো থাকবে।
২. বৃষ রাশি :- আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ পেতে পারেন। আজ পরিবারের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন। নিজের কোনো কাছের লোকের দুঃসংবাদে ভেঙে পড়তে পারেন। বাড়ির খরচ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ অবনতি হতে পারে। র্মক্ষেত্রে মনোমালিন্য হবে ফলে আপনার বদনামী হতে পারে।
৩. মিথুন রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।
৪. কর্কট রাশি :- এই রাশির মানুষদের এই সময় কয়েকটি জিনিসের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে। শনির গোচরের সময় কালে আদালতে চক্কর কাটতে হতে পারে এই রাশির মানুষদের । এই সময় এই রাশির মানুষদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে। এই সময় আর্থিক কারণে ঋণ নেওযার পরিস্থিতি তৈরি হতে পারে। এই সময় অর্থ বাঁচিয়ে রাখার চেষ্টা করুন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৫. সিংহ রাশি :- আজ কোনো তৃতীয় ব্যাক্তির জন্য স্বামী – স্ত্রীর বিবাদ অনেক দূর যেতে পারে। প্রেম ভালোবাসার জন্য অনুকূল সময় আজ। আজ সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কিছু সমস্যায় পরে নাজেহাল হতে হবে। কোনো আইনি ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। আজ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।
৬. কন্যা রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
৭. তুলা রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
৮. বৃশ্চিক রাশি :- আজ মাতা পিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। নিজের রাগ সংযত করুন। যারা অফিসের কাজের সাথে যুক্ত তাদের দিনটি ভালো যাবে। আজ প্রেমের সম্পর্কে ফাটল ও ধরতে পারে। আয়ের রাস্তা খুলবে। আজ বাড়ির কোনো সদস্য কাজের উদেশ্যে বাইরে যাবার ফলে মানসিক কষ্ট পাবেন। ব্যাবসায় নিজের বুদ্ধির জোরে বাধা কাটাতে পারবেন।
আরো পড়ুন :- জানুন রাহুর রাশি পরিবর্তনের ফলে কোন ৩টি রাশির ভাগ্য বদলাতে চলেছে
৯. ধনু রাশি :- আজ ব্যবসায় আপনার জন্য লাভ হতে পারে। কর্ম জীবনে সফলতা আসবে। আজ নতুন কোনো পরিচিতকে হঠাৎ করে বিশ্বাস করবেন না। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ কোনো প্রকার অশান্তি থেকে দূরে থাকুন। আজকের দিনটি আপনার জন্য ভালো মন্দ মিশানো থাকবে। আজ কোনো মানুষের কাছে অপদস্থ হতে পারেন।
১০. মকর রাশি :- আজ সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে হতে পারে। নিজের মধুর ব্যাবহারে লোকের মন জয় করতে সক্ষম হবেন। পরিবারে কোনো অনৈতিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। ভাই – বোনের সম্পর্কে চিড় ধরতে পারে। কোনো মানুষ আজ আপনার প্রেমিক মনকে উস্কে দিতে পারে।
১১. কুম্ভ রাশি :- আজ বন্ধুদের সাথে বুঝে কথা বলুন। বাড়ির কাজের লোকের সাথে বিবাদ হতে পারে। গুরুজনের সাথে বিবাদের ফলে মানসিক কষ্ট হতে পারে। যারা বেকার তাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে অশান্তি দেখা দিতে পারে। সময়ের গুরুত্ব উপলব্ধি করে আজ আপনি সবার থেকে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন।
১২. মীন রাশি :- আজ আপনার আর্থিক উপার্জনের সম্বাভনা রয়েছে , বুধ আপনার সেই রাস্তা তৈরী করে দিয়েছে। সন্তানের জন্য অর্থ ব্যায় হবে। আজ প্রেম ও পরিবার সংক্রান্ত বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আজ আপনার শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। আজ পরিবারের কারো বাবহারে আপনি অসন্তুষ্ট হবেন।
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)